বিনোদন
বাংলা শিখছেন শাকিবের মার্কিন নায়িকা
স্টাফ রিপোর্টার
১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার
বাংলাদেশের সুপারস্টার শাকিব খান গেল বছর ঘোষণা দিয়েছিলেন ‘রাজকুমার’ নামে সিনেমাতে অভিনয় করার। ছবিটি নির্মাণ করবেন ‘প্রিয়তমা’ খ্যাত পরিচালক হিমেল আশরাফ। এ ছবির নায়িকা চরিত্রে অভিনয় করবেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফি। অতি অল্প সময়ের মধ্যে সিনেমা নির্মাণের কাজে হাত দেবেন পরিচালক। জানা গেছে, এ ছবির নায়িকা কোর্টনি ‘রাজকুমার’ সিনেমায় অভিনয় করার জন্য বাংলা ভাষা শিখছেন। এ খবর জানিয়েছেন খোদ নির্মাতা হিমেল আশরাফ নিজেই। তিনি বলেন, কোর্টনি কফি কাজটির জন্য খুবই সিরিয়াস। প্রস্তুতির অংশ হিসেবে তিনি নিয়মিত বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন। স্পষ্ট বাংলা বলতে হবে এমনটা নয়, গল্পের চাহিদানুযায়ী তিনি বাংলায় কথা বলবেন। নির্মাতা আরও বলেন, আমেরিকায় তার জন্য একজন সহকারী আছে।
পাঠকের মতামত
যেহেতু নায়কের ইংরেজিতে সমস্যা তাই ভালো হবে নায়িকাই বাংলা শিখুক
নায়িকা মেয়ে না, তার ভবিটসত প্রজন্ম ছেলে অথবা মেয়ে যেটা বানাবে (আসবে) তাদের বাংলা ভাষা শিক্ষা শিখাচ্ছেন।
অনাগত তৃতীয় সন্তানের জন্য আগাম শুভেচ্ছা !!
অনাগত নবজাতকের জন্য অগ্রিম শুভেচ্ছা।