ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

সোহানুর রহমান সোহান আর নেই

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৭:৪৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫০ অপরাহ্ন

mzamin

বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান আর নেই। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। খবরটি নিশ্চিত করেন নির্মাতা অপূর্ব রানা। তিনি জানান, আজ (বুধবার) দুপুরে তিনি ঘুমানোর পর সন্ধ্যা নাগাদ সাড়া মিলছিলো না। এরপর পরিবারের সদস্যরা নিয়ে যান ক্রিসেন্ট হাসপাতালে। সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তানভীর মৃত ঘোষণা করেন। বলা দরকার, গতকাল সোহানুর রহমান সোহানের স্ত্রী স্ট্রোক করে মারা যান। তার ২৪ ঘণ্টা পার না হতেই পরপারে পাড়ি জমালেন সুপারহিট ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ অসংখ্য সফল ছবির এই নির্মাতা। সোহানুর রহমান সোহান হলেন দেশের সফলতম নির্মাতাদের মধ্যে অন্যতম। তিনি শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্রজীবন শুরু করেন ৭০ দশকের শেষের দিকে।

বিজ্ঞাপন
পরবর্তীতে তিনি শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এজে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলি সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) চলচ্চিত্রে সহকারী হিসেবে কাজ করেন। একক ও প্রধান পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ মুক্তি পায় ১৯৮৮ সালে। তিনি মূলত প্রেম-বিরহ ঘরানার মূলধারার চলচ্চিত্র পরিচালনায় পারঙ্গম ছিলেন। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘স্বজন’ (১৯৯৬), ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’ (১৯৯৯) প্রভৃতি। তার নির্মিত সিনেমার সংখ্যা ২৫টি।

চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও ব্যক্তিগত উদ্যোগেও চলচ্চিত্র নির্মাণ ও অভিনয়ের শিক্ষক হিসেবে কাজ করেছেন।

পাঠকের মতামত

ইন্না লিল্লাহে ----ইলায়হে রাজেউন। বরেণ্য চলচ্চিত্র পরিচলক সোহানুর রহমান সোহানের অপ্রত্যাশিত মৃত্যুতে আমরা ৮০ আর ৯০এর দশকের সিনেমা দর্শকরা খু্বই ব্যাথিত এবং শোকাহত। সোনালী যুগের সোনালী চলচ্চিত্র নির্মাতারা এভাবেই শোকের সাগরে ভাসিয়ে চলে যাচ্ছেন পরপারে একের পর এক। মাটি আর মানুষের সুখ দুখ আনন্দ বেদনার বাস্তব চিত্র ফুটিয়ে তুলে মানুষের জীবনকে বদলে দিতে সুস্থ বিনোদন দিতে এসব নির্মাতা শিল্পি কলাকুশলিদের জুড়ি ছিলনা।নৈতিকতা মেধা যোগ্যতার প্রশিক্ষণ দেওয়া হতো ৭০পূর্ব থেকে ৯০উত্তর পর্যন্ত নির্মিত সব চলচ্চিত্রে যা বর্তমানে নির্মিত চলচ্চিত্রে নাই। সেই সব নির্মাতারা সত্যিই ছিল মানবতা গঠন পরিবার গঠন নৈতিকতা গঠন দেশ গঠন জাতি গঠনের দক্ষ কারিগর। মানুষের সম্মান ভালবাসায় উনারা ছিলেন পূজনীয় অনুকরণীয়। সকল পাপ মুছে ত্রুটিপূর্ণ পূণ্যে হলেও মুসলিম হিসাবে সোহানুর রহমান সোহান এর জান্নাত কামনা করছি।

আলমগীর
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১১:৪৩ পূর্বাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status