বিশ্বজমিন
দুর্নীতির দায়ে চীনা কর্মকর্তার জেল
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫৭ অপরাহ্ন

দুর্নীতির কারণে এবার জেলে যেতে হয়েছে চায়না লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ওয়াং বিন’কে। দেশটির আর্থিক শিল্পের বিরুদ্ধে অব্যাহতভাবে চলছে দমনপীড়ন। তার অংশ হিসেবে উচ্চ পর্যায়ের ওয়াং বিন ধরা পড়লেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, দুই বছরের অব্যাহতি সহ মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছিল ওয়াং বিনের বিরুদ্ধে। কিন্তু দু’বছর পরে তার এই সাজাকে শিথিল করে যাবজ্জীবন কারাদণ্ড করা হবে। তিনি কোনো প্যারোল সুবিধা পাবেন না। এপ্রিলে কর্তৃপক্ষ ঘোষণা করে যে, এই দমনপীড়ন এখনও শেষ হয়ে যায়নি। চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশের জিনানে আদালত ওয়াং বিন’কে ৩২ কোটি ৫০ লাখ ইউয়ান ঘুষ নেয়ার দায়ে অভিযুক্ত করে।
ওয়াং বিন ছিলেন কমিউনিস্ট পার্টির প্রধান। বিদেশে জমানো ৫ কোটি ৪২ লাখ ইউয়ান সম্পর্কে তথ্য গোপন করার কারণে ওয়াংকে এক বছরের জেল দেয়া হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আর্থিক খাতে অনিয়মের বিরুদ্ধে লড়াই করছেন।
২০২১ সালে চীনের রাষ্ট্র মালিকানাধীন সবচেয়ে বড় সম্পদ বিষয়ক ব্যবস্থাপনা কোম্পানি হুয়ারংয়ের সাবেক চেয়ারম্যান লাই শিয়াওমিনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তাকে দুর্নীতি এবং একগুঁয়েমির জন্য দায়ী হিসেবে পাওয়া যায়। একই বছরে ৮ কোটি ৫৫ লাখ ইউয়ান ঘুষ নেয়ার কারণে চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান হু হুয়াইবাংকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। দেশটিতে সবচেয়ে হাইপ্রোফাইল বজায় রাখেন বিলিয়নার বাও ফান। তিনি চায়না রেনেসাঁ হোল্ডিংসের প্রধান নির্বাহী। এ বছরের ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার আগে সুনির্দিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিনি তদন্তে সহযোগিতা করছিলেন।