ঢাকা, ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

২১ অক্টোবর পাকিস্তানে ফিরবেন নওয়াজ শরীফ 

মানবজমিন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ১০:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২৪ অপরাহ্ন

mzamin

এবার কোনো রাখঢাক নেই। সাফ তারিখ জানিয়ে দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বললেন, আগামী ২১শে অক্টোবর পাকিস্তানে ফিরবেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) সুপ্রিমো, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। দেশে ফিরে তিনি আসন্ন নির্বাচনী প্রচারণায় দলকে এগিয়ে নেবেন। মঙ্গলবার জিও নিউজকে শেহবাজ শরীফ এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে পিএমএলএনের শীর্ষ নেতাদের সঙ্গে নওয়াজের বৈঠক হয় লন্ডনে। তখন তার দেশে ফেরার সম্ভাব্য তারিখ জানানো হয়। কিন্তু এবার একদম পাকা তারিখ ঘোষণা করলেন শেহবাজ শরীফ। ২০১৭ সালে অঘোষিত বেতন নেয়ার বিষয় প্রকাশ না করায় সুপ্রিম কোর্ট নওয়াজকে অযোগ্য ঘোষণা করে। এরপর তিনি জেলে যান।

বিজ্ঞাপন
অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে বেরিয়ে ২০১৯ সালে লন্ডনে পাড়ি জমান চিকিৎসার কথা বলে। তারপর থেকে তিনি বেশির ভাগ সময় কাটান লন্ডনে। মাঝে মাঝে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে দুবাই সফর করেন। এরই মধ্যে খুঁজতে থাকেন রাজনীতিতে ফেরার পথ। অবশেষে গত বছর এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ক্ষমতায় আসে তার দলের নেতৃত্বে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট নামের জোট। তারা কৌশলে নওয়াজকে পাকিস্তানে ফেরানোর কাজ করেন। 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status