বিনোদন
জাওয়ান’র পর অ্যাটলির পরিকল্পনা
বিনোদন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবারপ্যান ইন্ডিয়ান তারকা নির্মাতা অ্যাটলি বন্দনা। যার ঝলকে কাঁপছে পুরো বলিউড। শাহরুখ খানকে নিয়ে ‘জাওয়ান’ সিনেমা নির্মাণ করে ভারতে ঝড় তুলেছেন। ঝড় না থামতেই জানান দিলেন আরেক চমক। সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যাটলি জানান, ইচ্ছা রয়েছে পরের ছবিতে আমির খান, সালমান খান ও রণবীর সিংকে নিয়ে কাজ করার। এমনকি, হৃতিকের সঙ্গেও ছবি করতে চাই।