ঢাকা, ৪ মে ২০২৪, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মৌলভীবাজার সদর উপজেলার প্রথম চেয়ারম্যান মেজর খালেদুর রহমান আর নেই

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
mzamin

বাহারমর্দান (সমপাশি) নিবাসী সাবেক মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচিত প্রথম চেয়ারম্যান, পাকিস্তান ও বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার (বুয়েট) কোরের অবসরপ্রাপ্ত মেজর মো. খালেদুর রহমান আর নেই। তিনি গতকাল সকাল ৭টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিলেট উইমেন্স মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৩ বছর। ২ ছেলে (২ ছেলে মারা গেছেন) ও ১ মেয়ের জনক। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা গতকাল বাদ আছর তার গ্রামের বাড়ি সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বাহারমর্দান জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের পরে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনারের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানায়। পরে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। তিনি মৌলভীবাজারের স্বনামধন্য ব্যক্তিত্ব পরমাণু বিজ্ঞানী ডক্টর খলিলুর রহমানের ছোট ভাই। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আত্মার মাগফেরাত কামনা করেছেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি এম নাসের রহমান, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমানসহ জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবীসহ নানা শ্রেণি ও পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status