ঢাকা, ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বিবিধ

বিউটি ইনফ্লুয়েন্সার থেকে উদ্যোক্তা ফারজানা

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ৩১ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার, ১০:০৯ পূর্বাহ্ন

mzamin

নিজেকে পরিপাটি ও সুন্দর করে সাজাতে কে না চায়। কিন্তু বিউটি সচেতন হলেও এক্সপার্ট হয়ে ওঠা কিন্তু সহজ বিষয় নয়! এই জায়গায় কাজ করে চলেছেন আমাদের দেশের অসংখ্য বিউটি ইনফুয়েন্সার।
বর্তমানে জনপ্রিয় একজন বিউটি ইনফুয়েন্সার হিসেবে আমরা অনেকেই ফারজানা ইসলামের নাম শুনেছি।
বাজারের নানা ধরনের বিউটি ব্র্যান্ডের মধ্যে থেকে গ্রাহকের প্রয়োজন এবং সামর্থ্য অনুযায়ী সঠিক প্রোডাক্টটি বেছে নেয়া কিন্তু মোটেও সহজ কাজ নয়। এই সমস্যায় সাহায্য করতে কাজ শুরু করেন ফারজানা ইসলাম। তার পেইজ “মেক ইট আপ বাই ফারজানা ইসলাম” এ যুক্ত আছে ১.৫ মিলিয়নেরও অধিক ফলোয়ার।

বাজারে নতুন কোনো পণ্য এলে তা ব্যবহার করা উচিত কিনা সে ব্যাপারে রূপ সচেতন যে কেউ-ই কিছুটা দ্বিধায় থাকেন। এই দ্বিধা দূর করতেও ফারজানা ইসলাম বেশ পারদর্শী। দেশী কিংবা বিদেশি যেকোনো নতুন পণ্য নিয়ে নিখুঁত পর্যালোচনা এমনকি নিজে ব্যবহার করে মতামত উপস্থাপন করেন তিনি। বিভিন্ন ব্র্যান্ড নিয়ে তথ্য দেয়ার পাশাপাশি ফারজানা ইসলাম মেকআপ করা নিয়েও বেশ উৎসাহী। তার করা মেকআপ ভিডিওগুলো অনুসরণ করেন অনেক মানুষ। দর্শকদের সাথে তার ঝুলিতে থাকা নানা গল্প নিয়ে তার ফেইসবুক পেইজ ‘মেইক ইট আপ বাই ফারজানা ইসলাম’-এ হাজির হন এই উদ্যোক্তা, সাথে দিতে থাকেন তার দেখানো পণ্যগুলো নিয়ে প্রয়োজনীয় সব তথ্য। স্বল্পমূল্যে অসাধারণ পণ্য সংগ্রহ তার নিজেরই শখ বলা চলে। সেখান থেকে তার দর্শকদের সাথেও সেই তথ্যগুলো ভাগাভাগি করে নিতে ভালোবাসেন তিনি।

মূলত বিউটি ইনফ্লুয়েন্সার এবং মেকআপ আর্টিস্ট হিসেবে আত্মপ্রকাশ করলেও বর্তমানে ফারজানা ইসলাম বেশ জনপ্রিয় ব্র্যান্ড প্রোমোটার। বিগত পাঁচ বছরেরও বেশি সময় ধরে তিনি প্রায় একশোরও অধিক কোম্পানির সাথে কাজ করেছেন তিনি। দেশি এবং বিদেশি প্রায় সব বিউটি ব্র্যান্ড ও পণ্য নিয়ে কাজ করেছেন তিনি।

শুধু ব্র্যান্ড এম্বাসেডরই নয়, ফারজানা একজন সফল উদ্যোক্তাও। তার পোশাক ব্র্যান্ড "লেসিয়া বাই ফারজানা" এর কালেকশন বেশ সমৃদ্ধ। জুয়েলারি আর এক্সেসরিজ এর জন্য রয়েছে রয়েছে "লেসিয়া- ই- এম্পোরিয়াম"।  সাধ্যের মধ্যে সেরা কোয়ালিটির পোশাক পেতে এই পেজগুলো অনন্য৷ এই উদ্যোগ গুলোর মাধ্যমে অনেকের কর্মসংস্থানও সৃষ্টি করছেন ফারজানা। ফারজানার আরেকটি উদ্যোগ ফুড লাইভ। ঘরে বসে যেসকল গৃহিণীরা হোমমেড ফুডের অনলাইন বিজনেস করেন তাদের খাবার তিনি লাইভে টেস্ট করেন,  প্রচার করেন নারী উদ্যোগকে।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status