ঢাকা, ৫ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

বিবিধ

ভারতের স্বাধীনতা দিবসে কাশ্মীরে তরুণ্যের বৈচিত্র্যময় উপস্থিতি

অনলাইন ডেস্ক

(১ মাস আগে) ১৯ আগস্ট ২০২৩, শনিবার, ১২:৪২ পূর্বাহ্ন

mzamin

ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশপ্রেমিক এক উদ্দীপনার সাক্ষী হলো জম্মু ও কাশ্মীরের শ্রীনগর শহরের ক্লক টাওয়ার (ঘণ্টা ঘর)। এদিন গুজরাটের আহমেদাবাদের এক  ক্রিকেট ভক্ত ঘণ্টা ঘরের সামনে স্বাধীনতা দিবস উদযাপনের প্রধান আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেন। এই ক্রিকেট ভক্তের নাম অরুণ। আহমেদাবাদের এই তরুণ গালে রঙ দিয়ে ‘ইন্ডিয়া’ এবং কপালে ‘জয় হিন্দ’ লিখে উপস্থিত জনতার দৃষ্টি কাড়েন। এ ছাড়াও তিনি পিঠে ভারতীয় সেনাবাহিনীর প্রতীক আঁকেন। সব মিলিয়ে অরুণের এই বৈচিত্র্যময় উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। এসব বৈচিত্র্যতা ছাড়াও অরুণ তার পুরো শরীরে ভারতের পতাকার রঙে রাঙান। সব মিলিয়ে অরুণ এমন এক অনন্য দর্শন তৈরি করেছেন যা স্বাধীনতার চেতনার সঙ্গে অনুরণিত হয়েছে।   ভারতীয় ক্রিকেটের ডাই-হার্ড ফ্যান অরুণ আহমেদাবাদে অনুষ্ঠিত সব ক্রিকেট ম্যাচের খুব পরিচিত মুখ। তিনি গ্যালারিতে থেকে খেলোয়াড়দের উৎসাহিত করার চেষ্টা করেন। নয়া দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও তার উৎসাহী উপস্থিতি দেখা গিয়েছিল।

বিজ্ঞাপন
তবে এই স্বাধীনতা দিবসে অরুণ শ্রীনগরের লাল চকের আইকনিক ঘণ্টা ঘরে ভারতীয় তেরঙ্গা উড়ানোর পথ বেছে নিয়েছিলেন। ঘণ্টা ধরে অরুণের প্রাণবন্ত এই উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং মানুষের হৃদয় কাড়ে। জাতীয় পতাকা ওড়ানোর সময় একটি মুকুট এবং বড় আকারের চশমা পরে অরুণ দেশপ্রেমের এক সংক্রামক উদ্দীপনা তৈরি করেছিলেন। কাশ্মীরের এমন অপ্রচলিত সাজের পেছনে নিজের উদ্দেশ্যের কথা বলতে গিয়ে অরুণ বলেন, আমি এখানে প্রথমবারের মতো এসেছি এবং আমার লক্ষ্য শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা দেওয়া। বিশেষ করে এই 'আজাদি কা অমৃত মহোৎসব' উদযাপনের সময়। কাশ্মীর উপত্যকায় পাওয়া উষ্ণ অভ্যর্থনার কৃতজ্ঞতা প্রকাশ করে অরুণ বলেন, কয়েকদিন আগে আমি এখানে এসেছি। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের কাছ থেকে অনেক সমর্থন এবং ভালোবাসা পেয়েছি। অনেকেই আমার সঙ্গে সেলফি তুলতে এসেছেন। এখন পর্যন্ত আমার চমৎকার অভিজ্ঞতা হয়েছে। সূত্র : এএনআই

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিবিধ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status