বিবিধ
ভারতের স্বাধীনতা দিবসে কাশ্মীরে তরুণ্যের বৈচিত্র্যময় উপস্থিতি
অনলাইন ডেস্ক
(১ মাস আগে) ১৯ আগস্ট ২০২৩, শনিবার, ১২:৪২ পূর্বাহ্ন

ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশপ্রেমিক এক উদ্দীপনার সাক্ষী হলো জম্মু ও কাশ্মীরের শ্রীনগর শহরের ক্লক টাওয়ার (ঘণ্টা ঘর)। এদিন গুজরাটের আহমেদাবাদের এক ক্রিকেট ভক্ত ঘণ্টা ঘরের সামনে স্বাধীনতা দিবস উদযাপনের প্রধান আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেন। এই ক্রিকেট ভক্তের নাম অরুণ। আহমেদাবাদের এই তরুণ গালে রঙ দিয়ে ‘ইন্ডিয়া’ এবং কপালে ‘জয় হিন্দ’ লিখে উপস্থিত জনতার দৃষ্টি কাড়েন। এ ছাড়াও তিনি পিঠে ভারতীয় সেনাবাহিনীর প্রতীক আঁকেন। সব মিলিয়ে অরুণের এই বৈচিত্র্যময় উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। এসব বৈচিত্র্যতা ছাড়াও অরুণ তার পুরো শরীরে ভারতের পতাকার রঙে রাঙান। সব মিলিয়ে অরুণ এমন এক অনন্য দর্শন তৈরি করেছেন যা স্বাধীনতার চেতনার সঙ্গে অনুরণিত হয়েছে। ভারতীয় ক্রিকেটের ডাই-হার্ড ফ্যান অরুণ আহমেদাবাদে অনুষ্ঠিত সব ক্রিকেট ম্যাচের খুব পরিচিত মুখ। তিনি গ্যালারিতে থেকে খেলোয়াড়দের উৎসাহিত করার চেষ্টা করেন। নয়া দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানেও তার উৎসাহী উপস্থিতি দেখা গিয়েছিল।
মন্তব্য করুন
বিবিধ থেকে আরও পড়ুন
বিবিধ সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]