অর্থ-বাণিজ্য
সংসদে বাজেট পেশ শুরু
স্টাফ রিপোর্টার
(৩ বছর আগে) ৯ জুন ২০২২, বৃহস্পতিবার, ২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৯ অপরাহ্ন

আগামী ২০২২-২৩ অর্থবছরে জন্য প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী।
এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেন। এটি বর্তমান সরকারের ২৩তম এবং বাংলাদেশের ৫১তম ও বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট। করোনা মহামারি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ থাকছে এবারের বাজেটে।