তথ্য প্রযুক্তি
একজন সংগ্রামী উদ্যোক্তা নাদিমুল ইসলাম
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২৭ জুলাই ২০২৩, বৃহস্পতিবার, ১১:০১ পূর্বাহ্ন

পরিশ্রম ছাড়া কিছু হয় না। সেটা কমবেশি সবাই জানে। পরিশ্রমের মাধ্যমে ভাগ্য বদলা করা তেমনই একজন সংগ্রামী উদ্যোক্তা হলেন নাদিমুল ইসলাম (Nadimul Islam)। তিনি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন অনেক আগে থেকে। অনুপ্রেরণা যুগিয়েছেন তার বাবা।
বাবার অনুপ্রেরণায় এখন নাদিমুল ইসলাম কাজ করে যাচ্ছেন একাধারে মানুষের সেবায়। তিনি বলেন, জীবনে চলার পথে প্রত্যেক সন্তান তার বাবাকে অনুসরন করে, আমিও তার ব্যাতিক্রম নয়। যতদুর মনে পড়ে শৈশবে বাবাকে দেখেছি তার অক্লান্ত পরিশ্রমে একজন সফল উদ্যেক্তা হওয়া যায়। ছোট বেলা থেকে অদম্য ইচ্ছা ছিল একজন ছোট উদ্যেক্তা থেকে বড় উদ্যেক্তা হওয়ার, সেই জন্য প্রয়োজন আবেগ, ভালোবাসা, কর্মনীতি, নেতৃত্ব, নেটওয়ার্কিং এবং ঝুকি গ্রহন। সেই লক্ষ্যকে সামনে রেখে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ধান ও চাল সংগ্রহ করে আমার প্রতিষ্ঠানে প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবারাহ করে থাকি। খাদ্য উৎপাদন কারী প্রতিষ্ঠান হিসেবে আমার প্রতিষ্ঠানের যথেষ্ট সুনাম ও কৃতিত্ব রয়েছে।
মন্তব্য করুন
তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন
তথ্য প্রযুক্তি সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]