ঢাকা, ১৩ মে ২০২৪, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৪ জিলক্বদ ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

ভয়ঙ্কর রূপে ডেঙ্গু

স্টাফ রিপোর্টার
২২ জুলাই ২০২৩, শনিবার
mzamin

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে রোগীদের ভিড় ছবি: জীবন আহমেদ

লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। ভয়ঙ্কর রূপ নিয়েছে পরিস্থিতি। মিনিটে মিনিটে রোগী আসছে হাসপাতালে। হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। আক্রান্ত রোগীদের মধ্যে ৬২ শতাংশ রাজধানীতে এবং বাকি প্রায় ৩৮ শতাংশ ঢাকার বাইরের। গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। জুলাই মাসের ২১ দিনে ১০৯ জনের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৪৬৫। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা ১৫৬। এর মধ্যে নারী ৮৯ জন এবং পুরুষ ৬৭ জন মারা গেছেন। ঢাকার বাইরে মোট মারা গেছেন ৩৪ জন। 

গত ২৪ ঘণ্টায় ৮৯৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন
তবে শুক্রবার ছুটি থাকায় রাজধানীর ৩৫টি হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীর তথ্য প্রেরণ করেনি স্বাস্থ্য অধিদপ্তরে। এরমধ্যে মুগদা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি ৬টি এবং বেসরকারি ২৯টি হাসপাতাল রয়েছে। গতকাল সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেল্‌থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৯৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০৩ জন এবং ঢাকার বাইরে ৪৯৩ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৮৯৬ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ হাজার ৯৩৭। ঢাকার ৫৩টি বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৫৬০ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ৫১৬ জন। চলতি বছরে এ পর্যন্ত ২৮ হাজার ৪৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১৮ হাজার ৫৬ জন এবং নারী ১০ হাজার ৩৮৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ২১১  জন।

অধিদপ্তরের তথ্য মতে, এ বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছেন ৬ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত ১৬৬ জন এবং মারা গেছেন ৩ জন, মার্চে ভর্তি রোগীর সংখ্যা ১১১ এবং এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৩ জন এবং মারা গেছেন ২ জন। মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬ জন এবং মারা গেছেন ২ জন। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন এবং মারা গেছেন ৩৪ জন। জুলাই মাসে শনাক্ত ২০ হাজার ৪৬৫ জন এবং মারা গেছেন ১০৯ জন। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। কারণ অনেক ডেঙ্গু রোগী বাসায় অবস্থান করে চিকিৎসা নেন, তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই।
 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status