বিবিধ
স্বর্ণপদক জয়ী ক্বারী মাহমুদুল হাসানের গল্প
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ১২ জুলাই ২০২৩, বুধবার, ৭:৪৪ অপরাহ্ন

পৃথিবীজুড়ে পবিত্র কোরআনের বাংলাদেশি হাফেজদের আলাদা সুনাম সুখ্যাতি রয়েছে। বাংলাদেশের মানচিত্র ও পতাকাকে এসব হাফেজ বিশ্ব দরবারে সমুন্নত ও সম্মানিত করছেন। এদের মধ্যে ক্বারী মাহমুদুল হাসান অন্যতম। তিনি আন্তর্জাতিকমানের অসংখ্য হাফেজ গড়ে তুলছেন। ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ শিশু একাডেমি থেকে ২০০৯ সালে পবিত্র কোরআনের তেলাওয়াতের জন্য তিনি স্বর্ণপদক পুরস্কার জেতেন।
এ ছাড়াও দীর্ঘ ১২ বছর যাবত বাংলাদেশ বেতারে নিয়মিত কোরআন তেলাওয়াত করেন হাফেজ ক্বারী মাহমুদুল হাসান। সেসব তেলাওয়াতের ছোট ছোট অডিও-ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। এভাবেই কোরআন প্রেমীদের প্রশংসার জায়গায় ক্বারী মাহমুদুল হাসান। হাফেজ ক্বারী মাহমুদুল হাসানের বাড়ি রাজশাহী শহরে। তার বাবা হাফেজ ক্বারী মোহাম্মদ শরিফ। মাহমুদুল হাসান নূরানী কায়েদা থেকে পবিত্র কুরআনের হিফজ পর্যন্ত পুরোটাই সম্পন্ন করেছেন বাবার কাছে।
পরিবারে তিন ভাই, চার বোনের মধ্যে মাহমুদুল হাসান সবার বড়।
মন্তব্য করুন
বিবিধ থেকে আরও পড়ুন
বিবিধ সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]