ঢাকা, ১৬ মে ২০২৪, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

বায়োফার্মা নিয়ে সংসদীয় তদন্ত কমিটি গঠন করতে চিঠি

সংসদ রিপোর্টার
২১ জুন ২০২৩, বুধবার

ওষুধ কোম্পানি বায়োফার্মা লিমিটেডের আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতা তদন্ত করতে সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে চিঠি দেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে ওই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বায়োফার্মা লিমিটেডের প্রয়াত চেয়ারম্যানের রহস্যজনক মৃত্যু ও কোম্পানির অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। সংসদ সচিবালয় জানিয়েছে, প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারবৃন্দদের স্বাক্ষতির চিঠির অভিযোগ সংসদীয় কমিটি তাদের পরবর্তী বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। সংসদীয় কমিটিতে দেয়া চিঠিতে বলা হয়েছে, বায়োফার্মার সদ্য প্রয়াত চেয়ারম্যান ডা. সওকাত আলী লস্কর প্রতিষ্ঠানটির অনিয়ম ও দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স দেখানোর কারণে প্রথমে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এতে বলা হয়েছে, কোম্পানির অনেক শেয়ারহোল্ডার ও প্রয়াত চেয়ারম্যানের পরিবারের সদস্যবৃন্দ তার হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এবং তার মৃত্যুর ব্যাপারে দুর্নীতিবাজ পরিচালকদের হাত আছে বলে মনে করছেন।

 তার মৃত্যুর পরপরই প্রয়াত চেয়ারম্যানের সময় অডিট বিভাগ তদারকি করার দায়িত্বপ্রাপ্ত কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডার ডা. মো. জাহাঙ্গীর আলমকে সরিয়ে দেয়ার ঘটনা এবং পূর্বের চেয়ারম্যান কর্তৃক নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদের ছাঁটাই এই ইঙ্গিতই বহন করে বলে তারা মনে করছেন। চিঠিতে বলা হয়েছে, ইতিমধ্যে বায়োফার্মা লিমিটেডের পরিচালনা পর্ষদ সদস্যদের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতি ও অর্থ পাচার এবং বিশেষ গোষ্ঠীকে টাকা দিয়ে পৃষ্ঠপোষকতার অভিযোগ অনুসন্ধান করে ২ মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যনের প্রতি এ নির্দেশ দেয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, কোম্পানির অন্যতম পরিচালক লকিয়তুল্লাহর বিরুদ্ধে লন্ডনে তারই এক পরিচিত ব্যক্তির বাড়ি দখলের অভিযোগ উঠেছে এবং লন্ডনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। মূলত সে বায়োফার্মার টাকা নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে গ্রহণ করে লন্ডনে পাচার করেছেন।

 যদিও তিনি মামলার কারণে লন্ডন যেতে পারছেন না।

বিজ্ঞাপন
এ ছাড়া লকিয়তুল্লাহর বিরুদ্ধে চট্টগ্রামে খুনসহ একাধিক মামলা আছে বলে জানা যায়। তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে। চিঠিতে বলা হয়েছে, বায়োফার্মা পরিচালকদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচারসহ অন্যান্য অনিয়মের অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদকের মহাপরিচালক বরাবর গত ২রা এপ্রিল আবেদন জমা দেন ৩ জন শেয়ারহোল্ডার। তারা হলেন মো. জাহাঙ্গীর আলম, মোর্শেদ উদ্দিন আকন ও আবদুল্লাহ হেল কাফি।  পরবর্তী সময়ে জাহাঙ্গীর আলমসহ ৩ জন শেয়ারহোল্ডার বায়োফার্মা লিমিটেডের কর ফাঁকি, ব্যাংক হিসাবের তথ্য গোপনের অভিযোগ নিয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন দেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status