ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ সালমান

স্টাফ রিপোর্টার
২০ মে ২০২৩, শনিবারmzamin

চলতি বছরের এপ্রিলের ৩০ তারিখ বিয়ে করেছেন সালমান মুক্তাদির ও দিশা ইসলাম। বেশ সুখেই সংসার করছেন তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাদের দাম্পত্য জীবনের নানান বিষয় নিয়ে কথা বলেন সালমান। সেই সঙ্গে স্ত্রীর প্রশংসায় একেবারে পঞ্চমুখ তিনি। সালমান বলেন, আমাদের বোঝাপোড়াটা আলহামদুল্লিলাহ্‌ অনেক ভালো। পৃথিবীর সব কাপলের মধ্যেই ঝগড়া হয়। আমাদেরও ঝগড়া হয়। কিন্তু মারামারি, চিৎকার-চেঁচামেচি, গালাগালি এগুলো নেই। সংসার ও বাচ্চাদের প্রসঙ্গে অভিনেতা বলেন, আমাদের সংসার গোছাতে এবং বাচ্চাদের সেটেল্ড করতে আরও কিছুদিন সময় লাগবে।

 বাচ্চাদের স্কুলসহ বাকি সব কিছু ঠিক-ঠাক করার পর নিজেদেরকে নিয়ে চিন্তা-ভাবনা করবো। আমি তখনই নিজেকে সার্থক মনে করব, যখন আমার মেয়েরা খুবই ভালো মানুষ হবে। আমাকে যেন কখনো শুনতে না হয়, ওরা কাউকে আঘাত করে কথা বলেছে কিংবা বেঈমানি করেছে। স্ত্রীর প্রশংসা করে সালমান বলেন, দিশার কমিউনিকেশনস স্কিল অনেক ভালো। সে প্রচণ্ড জ্ঞানী, প্রতিনিয়তই আমি ওর কাছ থেকে শিখি। সে অনেক ধৈর্যশীল এবং পরিশ্রমী। পাশাপাশি ও আমাকে অনেক রেসপেক্ট ও সাপোর্ট করে।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status