বিনোদন
হোটেল থেকে গায়িকার মরদেহ উদ্ধার
বিনোদন ডেস্ক
(৪ মাস আগে) ১৬ মে ২০২৩, মঙ্গলবার, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:১০ অপরাহ্ন

হোটেল থেকে উদ্ধার করা হয়েছে দক্ষিণ কোরিয়ার পপ গায়িকা হাইসুর মরদেহ। গত ১৩ মে ২৯ বছর বয়সী এ গায়িকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। হোটেল রুম থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। আগামী ২০ মে জেওলাবুক ডোর ওয়ানচু গুনে ‘গোয়ানজুমিয়ন পিপলস ডে’ অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল হাইসুর। কিন্তু গত ১৩ মে হাইসুর মরদেহ উদ্ধার করা হয়। বেশ কয়েক দিন আগে আত্মহত্যা করলেও তদন্তের জন্য খবর প্রকাশ্যে আসতে দেয়নি পুলিশ। ১৩ মে হাইসুর মরদেহ হোটেল রুমে প্রথম দেখে হোটেল কর্তৃপক্ষ। কিন্তু সেসময় পরিচয় গোপন রাখে তারা। হাইসুর হোটেল কক্ষ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট প্রকাশ করেনি। তবে স্থানীয় পুলিশের দাবি- সুইসাইড নোটে খারাপ কিছু লেখা নেই।