বিনোদন
বুবলীর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ আনলেন শাকিব খান
স্টাফ রিপোর্টার
(৪ মাস আগে) ১৪ মে ২০২৩, রবিবার, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৩২ অপরাহ্ন

কদিন আগে চিত্রনায়ক শাকিব খান তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের কথা জানিয়েছেন। তাতে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেন বুবলী। এরপর ফের আলোচনা-সমালোচনা শুরু হয় নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে। এবার বুবলীর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ আনলেন শাকিব খান। একটি সাক্ষাৎকারে সম্প্রতি এমন বিস্ফোরক মন্তব্য করেছেন এই নায়ক। বুবলীর সঙ্গে সম্পর্কের অবনতি হলো কীভাবে? শাকিব খান বলেছেন, দেখুন, সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে সম্পর্ক, সন্তান, অর্থবিত্ত, নাম সবই করেছে। আমিও তাকে অন্ধ বিশ্বাস করেছিলাম। কিন্তু শেহজাদকে জন্ম দেওয়ার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ল। নানা জনের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলল। যা মিডিয়াসহ সবাই জানে।
কিন্তু সবাই আমার সরলতাকে দুর্বলতা ভেবে ধোঁকা দিয়েছে। অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে। আমি এখন আর কারও সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আর কোনো মানসিক চাপ সহ্য করতে চাই না। শুধু দুই সন্তান জয় ও বীরকে নিয়ে বাকি জীবনটা সাধারণ মানুষের মতো পরম শান্তিতে কাটাতে চাই। শাকিব খান সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। এরপর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। গুঞ্জন ছিল, বুবলীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় শাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু। সেই হিসাবে অপুকে ডিভোর্সের ১৪৮ দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব। আর সেই খবর বুবলী প্রকাশ্যে নিয়ে আসেন ১৫৩৬ দিন পর।
পাঠকের মতামত
kali haste mon chay ai gula dekte dekte
বুদ্ধি ভাল, সম্পর্ক করো, বাচ্চা নেও তারপর অবৈধ সম্পর্কের তকমা নিয়ে বিদায় হও। এভাবে'ই চলবে... যার ভাললাগে আসো,মজা করো, বাচ্চা নাও, চলে যাও.....কি আরাম........
who is next ?
NA
বুবলিকে এভাবে অপমান করার অধিকার শাকিবের নেই। শাকিব কি পারবে অবৈধ সম্পর্কের কোনো প্রমাণ দিতে ? না পারলে ওর বিচার হওয়া উচিৎ।
শাকিব খান খুবই সরল মনের মানুষ! ওর সরলার সুযোগে সবাই ধোকা দিয়েছে!! হা হা হা! কিন্তু শাকিব খান তুমি দুই দুইটা বিয়ে করলে কাউকে জানান দিলেনা, দুই দুইটা সন্তানের বাপ হলে কাউকে জানান দিলেনা - সবই কি তোমার সরলতা নাকি সুন্দরী নায়িকা হাতে পেলেই খেয়েদেয়ে কাট মারার পূর্বপরিকল্পনা? তুমি এতবড় মহানায়ক হওনি যে বুবলীর মতো সুন্দরী, মেধাবী, গুনী আর যোগ্য নায়িকা তোমার মতো লম্পট নায়কের কাছ থেকে সন্তান নেবার জন্য ধোকা দিবে।
আমার মনে হয় আমাদের সুপার স্টার সাহেবের মনস্তাত্ত্বিক সমস্যা আছে। কথার পিঠে কথা বলে কেউ তাঁকে টপকে যাবে এটা কিছুতেই তিনি সহ্য করতে পারেন না। শেষ কথাটা যেন তাঁকেই বলতে হবে- তা সেটা যৌক্তিক হোক আর না হোক। নায়িকা বুবলি সুপার স্টার সাহেবের কথার পিঠে কিছু বলেছিলেন কিন্তু তাতে অসম্মান দেখানর রেশ মাত্র ছিল না। কিন্তু সেটুকুই বা স্টার সাহেবের সইবে কেন? নিজের ঔরসজাত সন্তানের মা-কে করে বসলেন চরম অপমান। করবেনই বা না কেন? কথার লড়াইয়ে যে তিনি সবসময়ই আপারহ্যান্ডে থাকতে চান!
কে এই শাকিব একজন নোংরা মনের হীন মানুষ এই সেম অভিযোগ অপুর নামে করেছিলেন,,, এই তথাকথিত নিজেকে ধাবি করা সুগার স্টার মানুষ কতটা নির্লজ্জ হতে পারে তাই শাকিব দেখলে বুজা যায়,,,যারা তুমার ফালতু লোকের ছবি দেখে তারা নিম্নমানের দর্শক হুজুগে বাংগালি,,,,,এই লম্পট অস্ট্রেলীয়ার এক নারীকে ধর্ষন করেছে অকে বয়কট করুণ।
সাকিব খান আপনি বলিতেছেন সন্তান জন্ম দেওয়ার পরে বুবলি অনেকের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে যাহা মিডিয়াতে প্রকাশ পেয়েছে কিন্তু আমরা হতভাগারা এতই ব্যস্ত ছিলাম যে এই ব্যাপারে কোনো মিডিয়ায় বা পত্রিকায় শুনিও নাই এবং দেখিও নাই।
May be now he involve with another one. This type of characterless person none of believe him. Faltu...
ভাল কাজ, প্রতারণার জন্য এগিয়ে যান, আজ বা কাল আপনি ধরা পড়বেন এবং আপনার প্রতারণা পরিষ্কার হবে। সত্যিই সবাই তোমাকে ঘৃণা করে। এটা বাস্তবতা|
তাকে আসলে এফডিসিতে সারা জিবনের জন্য বহিষ্কার করার দরকার এক নমবার বদমাইশ সবাই তার কাছে খারাফ আর সে অনেক ভালো মানুষ
আমাদের সবার বুঝার উচিত ছিল, সে যখন অপু বিশ্বাসের সাথে নাটক করেছে, তুমি বুবলি কিভাবে তার জীবনে এলে? এখানে তোমার বুবলির দোষটাই বেশি.
এটা হলো সাকিবের আরেক শিকার ধরার কৌশল মাত্র।
ওকে নিবির পর্যবেক্ষনে রাখা হোক।।।
শাকিব এই নোংরা অভিযোগ অপুর বিরুদ্ধেও করেছিল, কিন্তু প্রমাণ করতে পারেনি। এখন একই নোংরামি বুবলির সাথেও শুরু করেছে। শাকিব নিজে একজন আপাদমস্তক নোংরা, ধূর্ত, অসৎ চরিত্রের অধিকারী যা দেশের মানুষের জানতে বা বুঝতে আর কিছু বাকি নাই। সে কি ভাবে অন্যের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে ?
চলচিত্র সমিতি শাকিবকে আজীবনের জন্য বয়কট করা দরকার। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভাল। সে মেয়েদের সম্মান নিয়ে তামাশা করছে। এখানে তো কোন নারীবাদীকে দেখছিনা।
খান সাহেব তো ফেরেস্তা। চেল চেলাইয়া বেহেশতে যাইবেন,,, ২ য় হোসন মো: এরশাদ
এই লুচ্চাডা মানুশ হইব না রে ভাই। নিজে দেশেবিদেসে খরাপ কাম কইরা বেরায় আর বউয়েগো নামে বদনাম দেই। চরিত্ত ফাস হইয়া যাওনে পুজারে পাইল না।
এই শাকিব ভিষণ রকম পলিটিকস আর নোংরা সিনেমা করে বাংলা সিনেমার চৌদ্দটা বাজিয়েছে। রিয়াজ, ফেরদৌস সহ আরো অনেককে আউট করেছে। ভিন্ন ধর্মের মেয়ে অপুকে ধর্ম বদলিয়ে বিয়ে নামের তামাশা করেছে। বুবলির সাথেও তাই। আরো অনেকের সর্বনাশ করেছে। এবং এটা ভীষন অন্যায় । সমাজে অন্যায় প্রস্রয় দেয়ার জন্য আপনারাও ক্রমাগত ওর খবর প্রকাশ করছেন । এত লোক গুম হয় অথচ এই বদমাশ বহাল তবিয়তে একের পর এক অন্যায় করেই যাচ্ছে । আর কত মেয়ের সর্বনাশ করলে আপনারা ক্ষ্যান্ত দেবেন ?
বাছাধন তুমি কোনছা বালের দুধে ধোয়া আলতা? অন্যের নামে মিডিয়ার সামনে দুর্নাম করো!