ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

আগামী ১৫ই মে পাবনা যাচ্ছেন প্রেসিডেন্ট

স্টাফ রিপোর্টার, পাবনা থেকে
৭ মে ২০২৩, রবিবার
mzamin

দেশের ২২তম প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন চুপ্পু আগামী ১৫ই মে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে তার নিজ জেলা পাবনায় আসছেন। সফরের দ্বিতীয় দিন ১৬ই মে তার জন্য নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এই সংবর্ধনা দেবে নাগরিক কমিটি। এ ছাড়াও ওইদিন বিকালে পাবনা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। উল্লেখ্য, তিনি পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। 

এ ছাড়া প্রেসিডেন্টের প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।  নাগরিক সংবর্ধনা সফল করতে স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীকে আহ্বায়ক ও পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খানকে সদস্য সচিব করে একটি নাগরিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার ৩রা মে রাতে শহরের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নাগরিক কমিটির সদস্যরা প্রথম প্রস্তুতি সভা করেছেন। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। 

অনুষ্ঠানে ২ হাজার ৫০০ জন আমন্ত্রিত অতিথি থাকবেন।

বিজ্ঞাপন
জানা গেছে, ১৫ই মে সকালে ঢাকা থেকে প্রেসিডেন্ট হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। পাবনা এডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে হ্যালিপ্যাডে গার্ড অব অনার গ্রহণের পর বিশ্রাম নেবেন। এরপর বেলা সোয়া ১টায় জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। দুপুর দেড়টায় তিনি আরিফপুর কবরস্থানে উপস্থিত হয়ে কবর জিয়ারত করবেন। এরপর স্কয়ার বাগানবাড়ির পারিবারিক কবরস্থান পরিদর্শন এবং জেলা ও দায়রা জজ আদালতের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর সার্কিট হাউসে ফিরে রাতযাপন করবেন। ১৬ই মে সকাল ১০টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। 

এদিন বিকাল ৫টায় তিনি পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। ১৭ই মে সকালে পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন ও শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করবেন। এরপর সার্কিট হাউসে রাতযাপন করে ১৮ই মে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রেসিডেন্টের সফরকে ঘিরে জেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নাগরিক সংবর্ধনা উদ্‌যাপন কমিটিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে চলছে নানা প্রস্তুতি।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status