বিনোদন
এবার টাইগার ভার্সেস পাঠান
বিনোদন ডেস্ক
১ এপ্রিল ২০২৩, শনিবার
কখনো ‘টাইগার’ হয়ে সালমান খান, কখনো ‘পাঠান’ হয়ে শাহরুখ খান। ভক্তদের কাছে দু’জনেই যেন চির প্রতীক্ষার নাম। এবার উন্মাদনার সব বাঁধ ভেঙে দিতে আসছে টাইগার ও পাঠান একসঙ্গে। লড়বেন একে-অপরের বিরুদ্ধে। ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর সিনেমাটি হতে যাচ্ছে যশরাজ স্পাই ইউনিভার্সের অন্যতম ধামাকা। ২০২৪ সালের জানুয়ারিতে শুরু হবে সিনেমাটির শুটিং।