বিশ্বজমিন
কে এই স্টর্মি ড্যানিয়েলস?
মানবজমিন ডেস্ক
(২ মাস আগে) ৩১ মার্চ ২০২৩, শুক্রবার, ৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৪৪ পূর্বাহ্ন

এক সময়কার নীল ছবির জনপ্রিয় অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলস। তার সঙ্গে সম্পর্কে জড়ানোই যেনো কাল হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জন্য। নিজের পর্নো ক্যারিয়ারের জন্য যতটা না পরিচিত ছিলেন ড্যানিয়েলস, এখন ট্রাম্পের কারণে তার থেকে বহুগুণ বেশি আলোচনায় আছেন তিনি। শুধু যুক্তরাষ্ট্রই নয়, গোটা বিশ্বে এখন মানুষের মনে প্রশ্ন- কে এই স্টর্মি ড্যানিয়েলস?
আল-জাজিরার এক রিপোর্টে জানানো হয়েছে, ২০০৬ সালে প্রথম ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা হয় তার। ওই বছরের গ্রীষ্মে লেক তাহোতে একটি চ্যারিটি গলফ টুর্নামেন্টে ড্যানিয়েলসকে দেখতে পান ট্রাম্প। এ সময় ‘দ্য ফোর্টি ইয়ার ওল্ড ভার্জিন’ সিনেমায় কাজ করতে ক্যালিফোর্নিয়ার ওই এলাকায় ছিলেন ড্যানিয়েলস। তার দাবি, ট্রাম্পই তাকে তার হোটেল রুমে ডিনারের আমন্ত্রণ দিয়েছিলেন। এ সময় ট্রাম্পের বয়স ছিল ৬০ আর তার ২৭। ডিনারে যে পোশাক পরে গিয়েছিলেন ড্যানিয়েলস তার প্রশংসাও করেন ট্রাম্প।
ড্যানিয়েলস দাবি করেন, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক হয়েছে এবং এটি ছিল তার জীবনের সবথেকে বাজে যৌন অভিজ্ঞতা। যদিও ট্রাম্প প্রথম থেকেই ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি গোপনে এই অর্থ প্রদান করে নির্বাচনী আইন ভঙ্গ করেছেন। ওই নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন ট্রাম্প। তবে ২০১৮ সালে ওই লেনদেনের বিষয়টি সামনে চলে এলে ড্যানিয়েলস আবারও বিভিন্ন টেলিভিশন টকশোতে ট্রাম্পকে নিয়ে নানা কথা বলতে থাকেন। সিবিএস’র ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে ড্যানিয়েলস বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই যে আমি কোনো ভিক্টিম না। যদিও আমি ট্রাম্পকে সেসময় পছন্দ করছিলাম না কিন্তু আমাদের মধ্যে যা হয়েছে তা উভয়ের সম্মতিতেই হয়েছে।
ড্যানিয়েলসের দাবি, ট্রাম্প তাকে সেসময় একটি হিট টেলিভিশন শো’তে অংশ নেয়ার সুযোগ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর মূলত এতেই গলে গিয়েছিলেন ড্যানিয়েলস। তিনি সেটি স্বীকার করে বলেন, আমি অন্ধ ছিলাম না কিন্তু সেসময় আমি মনে করেছিলাম হয়ত এটি কাজ করবে। তিনি ট্রাম্পের সঙ্গে নিজের ঘনিষ্টতাকে তার ক্যারিয়ারের জন্য সুবিধাজনক মনে করেছিলেন।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন, শিগগিরই গ্রেপ্তার
ড্যানিয়েলসের আসল নাম স্টেফানি ক্লিফোর্ড। ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় জন্মগ্রহণ করেন তিনি। রাজ্যের ব্যাটন রুজে একটি গরিব এলাকায় বড় হন তিনি। জানা যায়, ছোটবেলায় ঘোড়ায় চড়তে ও লেখালেখি করতে পছন্দ করতেন স্টেফানি। চাইতেন বড় হয়ে সাংবাদিক হবেন। কিন্তু সেই স্বপ্ন থেকে বহু দূরে সরে গিয়ে ২০০৪ সালে পর্নো ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন তিনি। সেখানে পরিচিতি পান স্টর্মি ড্যানিয়েলস নামে। হুইস্কির নামকরা ব্র্যান্ড জ্যাক ড্যানিয়েলস থেকে নিজের নামের শেষাংশ বেছে নিয়েছিলেন তিনি নিজেই।
পর্নো ছবির পাশাপাশি বেশ কয়েকটি মূলধারার চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। জিতেছেন বেশ কিছু পুরস্কারও। ২০১০ সালে তিনি লুইজিয়ানার রিপাবলিকান সিনেট মনোনয়নের জন্য প্রতিযোগিতা করে রাজনীতিতেও নাম লেখিয়েছিলেন। ২০১১ সালে নিজের আত্মজীবনী ‘ফুল ডিসক্লোজার’ লেখেন তিনি। এটি নিয়েই মার্কিন সাপ্তাহিক ম্যাগাজিন ‘ইন টাচ’-এ সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি প্রথমবার ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার কথা প্রকাশ করেছিলে তিনি।
সাবেক পর্নো তারকার দাবি, তাদের শারীরিক সম্পর্কের কথা যেন কেউ জানতে না পারে, সে জন্য তাকে প্রবল চাপ দেন ডনাল্ড ট্রাম্প। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ বন্ধ রাখার জন্য তাকে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ঘুস দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী। এই অভিযোগের তদন্ত শুরু হয় সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। তদন্ত করেন ম্যানহাটন ডিসট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগ। তারই প্রতিবেদনের ভিত্তিতে এবার অভিযুক্ত হলেন ট্রাম্প।