বিনোদন
‘যিনি প্রতিভাবান তাকে অপমান করে সরিয়ে দেওয়া হয়’
বিনোদন ডেস্ক
(২ মাস আগে) ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৩২ অপরাহ্ন

প্রিয়াংকা চোপড়ার পর এবার এ আর রহমান। বলিউডের নোংরা রাজনীতির মুখে পড়ে বাধ্য হয়েছেন মুম্বই ছাড়তে। রহমান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বলিউডে দলবাজি চলে। তাদের জন্যই বলিউডের ছবিতে কাজ করার সুযোগ কম আসে। রহমানের সেই মন্তব্যকে সঙ্গে নিয়ে ফের বলিউডের বিরুদ্ধে তোপ দাগলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। নাম না বললেও কঙ্গনার অভিযোগ করণ জোহরের দিকেই। টুইটারে কঙ্গনা লিখলেন, বলিউডে তারকাদের সন্তানরা এমন ভাব দেখায় যে, ওরাই একমাত্র প্রতিভাবান। ওদের প্রতিটা কথাবার্তা, প্রতিটা পদক্ষেপের প্রশংসা করা হয়। কিন্তু যখন বাইরে থেকে এমন কেউ আসেন, যিনি সত্যিই প্রতিভাবান; তাকে নানা ছক করে, অপমান করে সরিয়ে দেওয়া হয়। এর আগে প্রিয়াংকা চোপড়াও এক সাক্ষাৎকারে বলিউড ছেড়ে দেওয়ার পেছনে নোংরা রাজনীতির কথা বলেছিলেন।
পাঠকের মতামত
এতো প্রতিভাবান মানুষ আপনার সব ছবি ফ্লপ খায় কেন?