বিনোদন
আমার সব ভুলের জন্য ক্ষমা করে দিবেন
স্টাফ রিপোর্টার
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনীখ্যাত অভিনেত্রী মৌসুমী। ইতিমধ্যেই অভিনয় জীবনের ৩০ বছরে পার করেছেন তিনি। এই সময়ে যেমন হয়েছেন প্রশংসিত, তেমনই পেয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসা। এখন মৌসুমী কাজ করছেন খুব বেছে বেছে। এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌসুমী জানিয়েছেন নিজের বেশ কয়েকটি ইচ্ছার কথা। সেই তালিকায় আছে, মারা যাওয়ার পর তার লাশ যেন কাউকে দেখতে দেয়া না হয়, দর্শকদের কাছে থাকা ছবি ডিলিট করাসহ বেশ কয়েকটি বিষয়। মৌসুমী বলেন, আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা করে দিবেন। আমার কয়েকটি ইচ্ছা আছে। এর একটি হলো আমি মারা যাওয়ার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেয়া না হয়। যেন খুব সিক্রেটলি কবর দেয়া হয়।
পাঠকের মতামত
হাবিব মোল্লার সাথে একমত। হাবিব মু্ল্লাকে স্নেহ জানাই। তুমার জ্ঞান বাড়ুক। হরকতে বরকত হৌক।
ছানা খানের মতো তওবা করে আল্লাহর পথে আসলেই ভালো হয় ।