ঢাকা, ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৪ হিঃ

বিনোদন

আমার সব ভুলের জন্য ক্ষমা করে দিবেন

স্টাফ রিপোর্টার
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবারmzamin

ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনীখ্যাত অভিনেত্রী মৌসুমী। ইতিমধ্যেই অভিনয় জীবনের ৩০ বছরে পার করেছেন তিনি। এই সময়ে যেমন হয়েছেন প্রশংসিত, তেমনই পেয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসা। এখন মৌসুমী কাজ করছেন খুব বেছে বেছে। এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌসুমী জানিয়েছেন নিজের বেশ কয়েকটি ইচ্ছার কথা। সেই তালিকায় আছে, মারা যাওয়ার পর তার লাশ যেন কাউকে দেখতে দেয়া না হয়, দর্শকদের কাছে থাকা ছবি ডিলিট করাসহ বেশ কয়েকটি বিষয়। মৌসুমী বলেন, আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা করে দিবেন। আমার কয়েকটি ইচ্ছা আছে। এর একটি হলো আমি মারা যাওয়ার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেয়া না হয়। যেন খুব সিক্রেটলি কবর দেয়া হয়।

বিজ্ঞাপন
 জানাজা হবে। কিন্তু আমি চাই না আমাকে আর কেউ দেখুক। মৃত্যুর আগে হজে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে মৌসুমী বলেন, আমি মারা যাওয়ার আগে বড় হজ করতে চাই। আমি যেন হজ করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন। ওই প্রশ্নের উত্তরে মৌসুমী আরও বলেন, আমি মারা যাওয়ার পর টিভিতে ধুমধাড়াক্কা সিনেমা এবং দর্শকদের কাছে অনেক ছবি রয়ে গেছে- সেগুলো ডিলিট করে দিবেন। তবে ছবি যদি সংগ্রহ করতে হয় তাহলে মৌসুমী আর্কাইভে আলাদা ভাবে সংরক্ষণ করতে হবে। সেখানেই সবাই আমার সব কিছু জমা দিয়ে দেবেন। যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোনো কাজ মনে হয় আর্কাইভে রাখলে ভালো হবে বা গবেষণার কাজে আসবে তবে সে উদ্দেশ্যেই ছবিগুলো সংরক্ষণ হবে। অবশ্যই বাছাইকৃত ছবিগুলো জমা দেয়া হবে, এ ছাড়া অন্য সবকিছু ডিলিট করে দিলে ভালো হবে। এই চিত্রনায়িকা আরও বলেন, আমার কিছু উদ্দেশ্য রয়েছে। যেমন মৌসুমী ওয়েলফেয়ারের মাধ্যমে যেসব কাজ করার উদ্দেশ্য রয়েছে, আমার সব ভক্তকে অনুরোধ করবো এটাকে সবসময় সচল রাখার।

পাঠকের মতামত

হাবিব মোল্লার সাথে একমত। হাবিব মু্ল্লাকে স্নেহ জানাই। তুমার জ্ঞান বাড়ুক। হরকতে বরকত হৌক।

খানে আলম খোনকার
২৯ মার্চ ২০২৩, বুধবার, ১০:৪৭ অপরাহ্ন

ছানা খানের মতো তওবা করে আল্লাহর পথে আসলেই ভালো হয় ।

হাবিব মোল্লা
২৯ মার্চ ২০২৩, বুধবার, ৬:৪৪ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status