বিনোদন
রাজনীতির শিকার প্রিয়াংকা
বিনোদন ডেস্ক
২৯ মার্চ ২০২৩, বুধবার.webp)
২০০০ সালে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেন প্রিয়াংকা চোপড়া। তার দুই বছর পর তামিল সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। ২০০৩ সালে বলিউডে অভিষেক ঘটে। অনেক সংগ্রামের পর বলিউডে শক্ত অবস্থান তৈরি করেন এই নায়িকা। তবে ২০১৭ সালে ‘বেওয়াচ’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক ঘটে তার। মূলত এরপর বলিউডের সিনেমায় তাকে দেখা যায়নি বললেই চলে। ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ের পর বলিউডে ক্যারিয়ার গড়ার জন্য কতোটা সংগ্রাম করেছেন প্রিয়াংকা তা তার আত্মজীবনীতে উল্লেখ করেছেন। কিন্তু সেই ইন্ডাস্ট্রি কেন ছেড়ে দিলেন তা নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। তবে বরাবরই তা এড়িয়ে গেছেন এই অভিনেত্রী। অবশেষে বলিউড ছাড়ার কারণ জানালেন তিনি।
বিজ্ঞাপন