ঢাকা, ৯ জুন ২০২৩, শুক্রবার, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৯ জিলক্বদ ১৪৪৪ হিঃ

বিনোদন

'আমি আত্মহত্যা করলে দায়ী থাকবেন আপনারা'

স্টাফ রিপোর্টার

(২ মাস আগে) ২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১০:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:০০ অপরাহ্ন

mzamin

দেশের আলোচিত সোশাল মিডিয়া তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলম। সম্প্রতি রুচির দুর্ভিক্ষে হিরো আলমের উত্থান হয়েছে বলে মন্তব্য করেন নাট্যজন মামুনুর রশীদ। আর তার মন্তব্যের বিপরীতে গতকাল রাতে ফেসবুক লাইভে আসেন হিরো আলম। হিরো আলম বলেন, তাদের (মামুনুর রশীদ) মতো এত বড় মানুষ আমাকে নিয়ে কথা বলেছেন। এটা আমার জন্য সৌভাগ্য। আমি নাকি ১৮ কোটি লোকের রুচি নষ্ট করেছি। আপনারা কেন আমাকে সাপোর্ট করেন, রুচি নষ্ট করেন। এই ইউটিউবার আরও বলেন, স্যার আপনি আমাকে নিয়ে যে কথাবার্তা বলেছেন, অনেক আর্টিস্ট আপনার হাতে তৈরি। অনেক লোক আপনার হাতে তৈরি। স্যার আপনি ইচ্ছা করলে কিন্তু আমাকে তৈরি করতে পারতেন।

বিজ্ঞাপন
কিন্তু করেন না। আলম আরও বলেন, আমার কী অপরাধ, কেন আমার লেখাপড়া নাই, চেহারা নাই? আপনার ছেলে যদি হতাম আমি। এভাবে বলতে পারতেন কেউ। হিরো আলমের মামা খালু নাই, ওয়েট নাই। অনেক এমপি দেখছি- সমাজের, দেশের, মানুষের কথা বলে না। নিজেরা ব্যস্ত। আত্মত্যার হুমকি দিয়ে হিরো আলম বলেন, আজ আমার জন্য কে দায়ী। আরে ভাই, আপনারা আমাকে নিয়ে কথা কেন বলেন? কেন ভাই? একদিন এমন লাইভ করে পৃথিবী থেকে চলে যাব। আপনার রুচি নিয়ে থাকেন। আমি আত্মহত্যা করলে দায়ী থাকবেন আপনারা। মানুষ আত্মহত্যা কখন করে জানেন? সবকিছুতে টর্চারিং করতেছেন। এ সময় হিরো আলাম তাকে ধিক্কার দেওয়া বন্ধ করতে বলেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, তাকে কারাগারে দেওয়ার জন্য।

পাঠকের মতামত

মামুনুর রশীদ আর হিরু আলমকে ভোটে দাড় করালে রুচির সংজ্ঞা মামুন সাহেব পেয়ে যাবেন।

ইয়াসীন খান
২৯ মার্চ ২০২৩, বুধবার, ৩:৩৯ পূর্বাহ্ন

মামুনুর রশিদ সাহেবের কাছ থেকে মানুষ হিসেবে হিরো আলম সন্পর্কে এই মন্তব্য কোনো অবস্থাতেই আশা করিনি,, আজ থেকে আমার রুচিতে ও দূর্ভিক্ষ দেখা দিল কারো প্রতি (?)

জাহিদুল ইসলাম
২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১১:৩৯ পূর্বাহ্ন

বাংলাদেশের সংস্কৃতিক অঙ্গনের মোড়লগিরি করায়ত্ত্ব করেছে সম্মিলিত সংস্কৃতি গোষ্ঠী নামক প্রতিষ্ঠানটি। জনাব মামুনুর রশীদ এর একজন বড় নেতা। সম্মিলিত সংস্কৃতি গোষ্ঠীর মোড়কে এরা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত। একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থক হওয়ায় এদের ব্যবসা বাণিজ্য পেতে কোন অসুবিধা হয়না। জনাব মামুনুর রশীদ একজন প্রবীণ শিল্পী। তাঁর অভিনয় দক্ষতা অতুলনীয়। জনাব হিরো আলমকে উদ্দেশ্য করে বলা তাঁর উক্তি প্রমাণ করে যে তিনি জনাব আলমের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত। তাঁর বক্তব্য নিম্ন রুচির পরিচায়ক। জনাব হিরো আলম তাঁর সীমিত আর্থিক সামর্থ নিয়ে সব সময় দরিদ্র মানুষের পাশে আছেন। অসীম ক্ষমতা ও আর্থিক সামর্থ নিয়ে জনাব মামুনুর রশীদরা কবে কোন দরিদ্র মানুষকে সাহায্য করেছেন? জিরো রেকর্ড।

Khaja
২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৯:৫১ পূর্বাহ্ন

জনাব মামুনুর রশীদের রুচী নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। মহান আল্লাহর সকল সৃষ্টি সুন্দর উনি নিজেই তো আল্লাহর সৃষ্টি। জনাব মামুনুর রশীদ হিরো আলম কার সৃষ্টি? ক্ষমতা থাকলে আপনি একজন হিরো আলমের হ সৃষ্টি করে দেখান তো??

মোঃ ওমর ফারুক
২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৩:১৮ পূর্বাহ্ন

মামুনুর রশিদ কে আমি চিনি না তবে এই হিরু আলমের ক্ষেত্রে শব্দ চয়ন ছিলো যথার্থ।

Sohel
২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ২:৩৬ পূর্বাহ্ন

well said.

হাবিব
২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ২:১১ পূর্বাহ্ন

আগে জনাব মামুনুর রশিদকে একজন আদর্শবান ব্যাক্তি হিসাবে মনে করতাম কিন্তু এখন দেখছি সে হিরোর চেয়েও জিরো ! একজন সংস্কৃতিপনা ব্যাক্তি হয়ে ওপর একজন সংস্কৃতিপনা ব্যাক্তির উপর এমন অরুচিকর বক্তব্য দিবেন, তা কি করে হয় ? হোক সে নিম্ন শিক্ষায় শিক্ষিত ? এদেশে কি একজন হিরো আলমের জন্ম হয়েছে, সে কি বলতে পারবে ? মাছের বাজারে কি সব মাছ-ই তাজা ? মধ্যম বা পঁচা মাছ পাওয়া যায় না ? সব ক্রেতাই কি তাজা মাছ গলধঃকরণ করেন ? তাহলে অনন্যা শ্রেণীর মাছ গুলো কারা হজম করে ? সেগুলো কি ফেলিয়ে দেয় না সেটাও হজম হয় ? জনাব মামুনুর রশিদ কি হিরো আলমের ক্লাসের, যে সে হিরো আলমকে নিয়ে কথা বলবেন ? তিনি হয়তো সেই ক্লাসের না, যারা ফাইভস্টার বা একজন সামান্য ক্রিকেটার হয়ে অন্যের বউ নিয়ে ঘর করে ? যারা গোপনে বিয়ের নামে অন্য চিত্রতারিকাদের ব্যাবহার করে বাচ্চা ফুটিয়ে আবার অন্যের কাছে যাচ্ছেন ? তিনি হয়ত বড়দের বেলায় চোখ ফুটিয়ে দেখার সাহস পান না যে, বর্তমান সমাজে কি হচ্ছে বা হয়তো ওই ক্লাসের লোকদের কাছেও যাওয়ার মনোবলও নেই বা বুক ফুলিয়ে প্রতিবাদের স্বর ও নেই ? এটার পরিষ্কার যে, সে হয়তো দিনে দিনে হিরোর সমসাময়িক হয়ে উঠেছেন ! একজন স্বাধীন দেশের নাগরিক সে পারবেনা কথা বলতে, পারবেন না তার দাবি তুলতে, না পারবে চলতে ? জানিনা মামুনুর রশিদ কি বুঝাচ্ছেন ? সে কেনো কথা বললেন না, কেনইবা সে কাতারে গিয়ে উচ্ছবাক্য করলেন না যেদিন একজন প্রশাসনিক কর্মকর্তাকে একজন ভার্সিটির শিক্ষক sir বললো না, সে জন্য কৈফিয়ত করেছিল ? দেশ আজ কোথায় গিয়ে পৌঁছেছে ? দেখছি শিক্ষিতরাই আজ অশিক্ষিত এর মত আচরণ করছে আর অশিক্ষিতরাই মাথা চাড়া দিয়ে উঠেছে ? হিরো আলমকে সাবাস দেওয়ার মানুষ নেই, নেই ওকে শিক্ষিত করার মানুষ কিন্তু ওর সাহস আর বাগম্মিতায় কিছু মানুষের ভাবা উচিত, সব কিছু না হলেও কিছু আছে ওর কাছ থেকে শিক্ষা নেওরার। আজ যদি মামুনুর রশিদ মনে করেন সে অনেক কিছু সেটা ভুল। সেও কিন্তু অনেক কিছু শিখতে পারে আলমের কাছ থেকে !

khokon
২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ২:১০ পূর্বাহ্ন

পড়াশোনা থাকলেই রুচিশীল হওয়া যায় না। উনার মন্তব্যে মানহানিকর।

মোঃ ইউসুফ আলী
২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১:৩১ পূর্বাহ্ন

হিল্লোল, অর্শা,আজাদ আবুল কালাম'রা একটা ওয়েব সিরিজ করেছিলো শুধু তাই নয় কুরুচি সম্পন্ন ওয়েব সিরিজে ইউটিউব এ ভর্তি। এগুলো তো শিক্ষিত রুচিবান অভিনেতা অভিনেত্রী'রা করছেন। তাদেরকে নিয়ে আমাদের প্রিয় নাট্যকার, অভিনেতা মামুনুর রশীদ কি কখনো এসব কুরুচিপূর্ণ অভিনয় নিয়ে কোন সমালোচনা করেছেন? যারা অভিনয় করেন তারা সবাইতো নাট্যজগতের, এ জন্য মনে হয়। যত দোষ কেষ্ট বেটার বেচারা 'হিরো আলম'!

মিলন আজাদ
২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১:০২ পূর্বাহ্ন

মামুনুর রশীদের বুঝা উচিত ছিল যে উনি জন্ম নিয়েই মামুনুর রশীদ হননি। হীরো আলমের সামনে যথেষ্ট সময় আছে হীরো আলম হওয়ার জন্য। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না।

A R Sarkar
২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১২:৫৯ পূর্বাহ্ন

অসাধারণ বলেছেন মামুনুর রশিদ সাহেব। ব্যক্তি আশরাফুল আলমকে নিয়ে আমাদের কারো কোন সমস্যা নেই। সমস্যা হিরো আলমকে নিয়ে। রুচির দুর্ভিক্ষ না হলে তিনি হিরো আলম হতে পারতেন না।

Andalib
২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১২:৫৭ পূর্বাহ্ন

এসব মন্তব্য সম্বন্ধে মন্তব্য করার রুচি নাই । কত নিকৃষ্টতম মন্তব্য বাংলাদেশে করায় পার পেয়ে যাচ্ছেন । সভ্য দেশে করলে মানহানির মামলায় কোটি কোটি টাকা জরিমানা দিয়েও রক্ষা পেতেন না ।

Kazi
২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১২:৫৫ পূর্বাহ্ন

যে দেশে কুণী জনকে কদর করতে জানেনা সে দেশে গুণীজন জন্মায় না

md alamgir
২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১২:৪৪ পূর্বাহ্ন

jara kotha bolen hero alomke niye taderke bolte chai. Manusher Bahirer shondorjo niye bichar na kore taar kajer kono vhul truti jodi paan ta thik kore den. Apni jodi manush Hoye thaken tahole arekjon manushke shomman kora shiken..

.....
২৭ মার্চ ২০২৩, সোমবার, ১১:৪৮ অপরাহ্ন

"রুচির দুর্ভিক্ষে হিরো আলমের উত্থান হয়েছে" বাক্যটি পরিস্কার বর্ণবাদী শব্দ (Racism), এই শব্দের উচ্চারণকারী বর্তমান বিশ্বে নিকৃষ্ট মানসিকতার পরিচায়ক। এদেশে দলীয় পরিচয় ভেবে অনেক অন্যায় করেও পার পাওয়া যায়। সিঙ্গাপুর আমেরিকা নয় সবার আগে আমাদের "সভ্য" হতে হবে। একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করার আগে বিশ্বাস করতে হবে সে আমার চেয়ে অনেক ভাল। আরেকজনের মতামতের মূল্য দেয়া শিখতে হবে।

জামশেদ পাটোয়ারী
২৭ মার্চ ২০২৩, সোমবার, ১১:৪৪ অপরাহ্ন

Respecting one another is very important. Respect is earned. Honesty is appreciated. Trust is gained. Loyalty is returned. Most of the people of Bangladesh like Hero Alam very much. He has a strong popularity in Bangladesh. People like the idea of him. And even more so, they are in love with the idea of loving him. Now people of Bangladesh pray for Hero Alam. Not to other few actor. Most of the people of Bangladesh dislike character less and dishonest people. This is the reality.

Nadim Ahammed
২৭ মার্চ ২০২৩, সোমবার, ১১:১৭ অপরাহ্ন

এটাই এক মাত্র দেশ যেখানে মানুষ মানুষকে দাম দেয় না, মানুষ হবার জন্য দোষ দেয়। আমাদের সমাজ মানুষ তৈরী করে না, মানুষকে মানুষ হবার জন্য বাঁধা দেয়। এই দেশে ২% বড়লোক (যদিও তাদের টাকার নাম কালো টাকা) ৯৮% মানুষকে নানা ভাবে নির্যাতিত করছে, শোষণ করছে। অন্যায় ভাবে তাদের ক্ষমতা বলে মানুষকে মানুষ হিসাবে সন্মান দিচ্ছে না। নিজেদেরকে স্বঘোষিত স্যার, মহোদয় উপাধি দিয়েছে।

amin
২৭ মার্চ ২০২৩, সোমবার, ১০:৫৪ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status