বিনোদন
প্রভাকে আইনজীবীর লিগ্যাল নোটিস
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২৫ মার্চ ২০২৩, শনিবার, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে মিডিয়ায় নিয়মিত অভিনয় করছেন। অভিনয়ে আলোচিত হলেও বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খেয়েছেন তিনি। এই গল্পটি সবারই জানা। তবে এবার সেই স্ক্যান্ডালের কারণে পেলেন আইনি নোটিস। সম্প্রতি ডাক বিভাগের মাধ্যমে এডি (প্রাপ্তিস্বীকার) সহ লিগ্যাল নোটিস পাঠিয়েছেন জয়নাল আবেদীন মাযহারী নামের কুমিল্লার এক আইনজীবী। নোটিসে বলা হয়, আমরা বিভিন্ন মারফত জানতে পেরেছি কয়েক বছর আগে আপনার একটি স্ক্যান্ডাল ভাইরাল হয়েছে। যা আমাদের কাছে দৃষ্টিকটু লেগেছে। আপনার বক্তব্য অনুযায়ী, গত ১০ বছর আগে আপনার সাথে যা হয়েছে তার জন্য আপনি দায়ী নন। এ ঘটনা মিথ্যা মর্মে আপনি দেশের প্রচলিত আইনে কোনো আশ্রয় নেননি।
পাঠকের মতামত
আইনজীবী'র এ সব ছবি দেখার কি দরকার? সব কাজকর্ম বাদ দিয়ে তাও এক যুগ পর!!
এইসব অপকর্ম একজনে হয় না, ভিডিও আমরাও দেখেছি......খব আনন্দ, ফুর্তি সহকারে কাজটা ওনারা করেছেন। হ্যা আপনি ভুল করেছেন, এটা স্বীকার করেন.....তওবা করে নাকে খত দেন, এমন ভুল বিয়ের আগে আর করবো না। তাহলে সেটা ঠিক ছিল.......আপনি একটা ফাঁদে পা দিয়ে আটকে গেছেন, সেইটা আমরা পরে বুঝতে পারছি। কিন্তু এই অপকর্মটা আপনি সদিচ্ছাই করেছেন এটা একশত ভাগ ঠিক। আমরা পুরো ভিডিওটা কয়েকবার দেখেছি........কোথাও জোর পূর্বক কিছু করা হয় নি। সবটাই আপোষে হয়েছে......আপনি আইনজীবীদের সঙ্গে কথা বলুন।
Almighty Allah will help all of us inshallah. Almighty Allah will forgive all of us inshallah. Don't regret for the past. Ramadan Mubarak.