বিনোদন
ব্যস্ত রাস্তায় অভিনেত্রীর কাণ্ড
বিনোদন ডেস্ক
(২ মাস আগে) ২২ মার্চ ২০২৩, বুধবার, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩২ পূর্বাহ্ন

হলিউড অভিনেত্রী আমান্ডা বাইন্স বিবস্ত্র হয়ে ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড ডটকম এ খবর প্রকাশ করেছে। একজন প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমটিকে বলেন, রোববার (১৯ মার্চ) সকালে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনের কাছে হাঁটতে দেখি আমান্ডা বাইন্সকে। এসময় তার পরনে কোনো কাপড় ছিল না। ওই সময়ে একটি গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভারকে বলেন, তিনি মানসিক হাসপাতাল থেকে আসছেন। এরপর পুলিশ ডাকা হলে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের একটি সূত্র জানায়, নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয় আমান্ডাকে। সেখানে একটি মেডিক্যাল টিম পরীক্ষা করে জানান, তাকে মানসিক হাসপাতালে রাখতে হবে। আমান্ডার ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমটিকে বলেন, আমার সঙ্গে আমান্ডার কথা হয়েছে, সে এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে আরো কয়েক দিন তাকে থাকতে হবে।