ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

নির্বাচনের বছরে চোখ-কান খোলা রাখবে দুদক

স্টাফ রিপোর্টার
২২ মার্চ ২০২৩, বুধবার

নির্বাচনের বছরে দুদক চোখ-কান খোলা রাখবে  বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি বলেন, নির্বাচনের বছরে সব প্রার্থীদের হলফনামায় যে সম্পদ বিবরণী থাকে তা খতিয়ে দেখবে দুদক। এ বছর চোখ-কান খোলা রাখবে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো। গতকাল ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।  আগামী বছরে দুদকের কাজে আরও গতিশীলতা আনার জন্য কাজ করা হচ্ছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুদক কোনোভাবে প্রভাবিত হয়ে কাজ করবে না। আইন অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হবে। অর্থপাচার নিয়ে দুদক কমিশনার মোজাম্মেল হক খান বলেন, দেশের টাকা বাইরে চলে গেছে, জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়তো কাজ করতে পারেনি দুদক। পাচার করা অর্থ ফেরত আনা শুধু দুদকের কাজ নয়। তারপরও আমরা চেষ্টা করছি টাকা ফিরিয়ে আনার।

বিজ্ঞাপন
দুদক আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, ভেতরে ও বাইরে এর কার্যকর ক্ষমতা অনেক বেড়েছে। দুদক রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করছে না বলে যে অভিযোগ সরকারবিরোধীরা করে আসছে-এমন প্রশ্নের জবাবে মাঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, মামলা, তদন্ত, অনুসন্ধান সবকিছুই বেড়েছে। আমাদের তথ্য কথা বলবে। তারা তাদের বক্তব্য দিয়েছেন। আমরা তথ্য দিলাম, এগুলো সংরক্ষিত আছে। দুদকের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন গত সোমবার প্রতিবেদনটি রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন। মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে বলেছেন। দুদক স্বচ্ছতার সঙ্গে সাধ্যমতো কাজ করে যাচ্ছে, এই বিষয়টি রাষ্ট্রপতিকে অবগত করা হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, গত এক বছরে কমিশনে জমা পড়ে ১৯ হাজার ৩৩৮টি অভিযোগ। যাচাই-বাছাই করে এর ৯০১টি অনুসন্ধানের জন্য হাতে নিয়েছে দুদক। দুদকের ৩৪৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। অনিয়ম সংঘটিত হলেও দুদকের এখতিয়ারভুক্ত না হওয়ায় ৩ হাজার ১৫২টি অভিযোগের বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দুদক আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, ভেতরে ও বাইরে এর কার্যকর ক্ষমতা অনেক বেড়েছে।  দুদক কমিশনার জহুরুল হক বলেন, দেশের অভ্যন্তরীণ দুর্নীতি বাড়ে নাই, কমেছে। তবে অভ্যন্তরীণ দুর্নীতি বন্ধ করতে পারিনি। মামলা পরিচালনার ক্ষমতা কমেছে-এটা মিথ্যা কথা। কারণ মানি লন্ডারিং মামলায় ১০০ ভাগ সাফল্য, অন্যান্য মামলায় সাজার পরিমাণ ৬৭ ভাগ থেকে ৭০ ভাগ দুদকের পক্ষে। আগের থেকে মামলার তদন্ত ও পরিচালনায় অনেক বেশি সক্ষম দুদক।  অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেনসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status