বিনোদন
কীর্তির কাণ্ড
বিনোদন ডেস্ক
২২ মার্চ ২০২৩, বুধবার
সৌন্দর্য আর অভিনয় গুণে এরইমধ্যে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। এবার অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন তিনি। শুটিং ইউনিটের সদস্যদের স্বর্ণের মুদ্রা উপহার দিয়েছেন তিনি। তাও আবার ১৩০টি! কীর্তি সুরেশের নতুনসিনেমা ‘দাসারা’র শেষ দিনের শুটিংয়ে তিনি ইউনিটের সদস্যদের স্বর্ণমুদ্রা উপহার দেন। জানা গেছে, কীর্তির দেয়া ১৩০টি কয়েনের প্রত্যেকটি ওজন ১০ গ্রাম করে। ফলে একেকটি কয়েনের দাম পড়েছে ৫০ থেকে ৫৫ হাজার রুপি। সবমিলিয়ে প্রায় ৭৫ লাখ টাকার স্বর্ণমুদ্রা উপহার দিয়েছেন অভিনেত্রী। শুটিংয়ের শেষে কীর্তি সুরেশ অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি শুটিংয়ের সবাইকে কিছু দিতে চাইছিলেন, যারা তার জীবনের সেরা ছবিটি বানিয়েছে। তেলুগু ভাষায় নির্মিত ‘দাসারা’ সিনেমার গল্প অ্যাকশন-অ্যাডভেঞ্চার ধাঁচের।