বিনোদন
সমালোচনার মুখে তাপসী
বিনোদন ডেস্ক
২২ মার্চ ২০২৩, বুধবার
চুলগুলো ছেড়ে দেয়া। হাসিমুখে গলায় শোভা পাচ্ছে নেকলেস। পরনে লাল রঙের ডিপ নেক গাউন। ইনস্টাগ্রামে এমন একটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। সদ্য সমাপ্ত ল্যাকমে ফ্যাশন উইকে এই পোশাকে ফ্রেমবন্দি হন তাপসী। কিন্তু তার নেকলেস নিয়ে আপত্তি নেটিজেনদের। কারণ নেকলেসে হিন্দুদেবীর ভাস্কর্য রয়েছে। যার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তাপসী। অনেকে তার শাস্তিও দাবি করেছেন। একজন লিখেছেন, লজ্জা লাগে না ধর্মের অপমান করে।