ঢাকা, ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৭ রমজান ১৪৪৪ হিঃ

বিনোদন

বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই সিনেমা

স্টাফ রিপোর্টার
১৯ মার্চ ২০২৩, রবিবারmzamin

সিনেমাকেন্দ্রিক ভারতের গুরুত্বপূর্ণ আয়োজন ‘বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। কর্ণাটক রাজ্য সরকারের উদ্যোগে আগামী ২৩শে মার্চ শুরু হচ্ছে উৎসবটির ১৪তম আসর। আর এই আসরে বাংলাদেশের হয়ে ‘এশিয়ান কম্পিটিশন’ বিভাগে আকরাম খান পরিচালিত ‘নকশীকাঁথার জমিন’ ও নূর ইমরান মিঠু পরিচালিত ‘পাতালঘর’- শিরোনামের দু’টি সিনেমা অংশ নিতে যাচ্ছে। এর মধ্যে ‘নকশীকাঁথার জমিন’-এর কেন্দ্রীয় চরিত্রে আছেন জয়া আহসান। জয়া তার সোশ্যাল হ্যান্ডেলে বলেছেন, এবার এই প্রতিযোগিতায় ১৪টি চলচ্চিত্র মনোনীত হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি বার্লিন ও কান উৎসবের প্রতিযোগিতা বিভাগেও মনোনীত ছিল। এজন্য ‘নকশীকাঁথার জমিন’ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই। এর আগে গোয়ায় অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’য় ‘ইউনেস্কো গান্ধী মেডেল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল এটি। অন্যদিকে ‘পাতালঘর’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি, নুসরাত ফারিয়া, সালাহউদ্দিন লাভলু, গিয়াসউদ্দিন সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু প্রমুখ। ছবিটি নির্মিত হয়েছে কিছু মানুষের মনস্তাত্ত্বিক জটিলতার গল্পে।

বিজ্ঞাপন
এশিয়ান কম্পিটিশন বিভাগে বাংলাদেশের দু’টি ছবির প্রতিপক্ষ হিসেবে থাকছে আরও ৮ দেশের ১২টি ছবি। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- ‘মাদারলেস’ (ইরান), ‘বিফোর নাও, দেন’ (ইন্দোনেশিয়া), ‘লাভ লাইফ’ (জাপান, ফ্রান্স), ‘ভালভি’ (ভারত) ইত্যাদি। আগামী ৩০শে মার্চ অনুষ্ঠানটির পর্দা নামবে এবং সেদিনই ঘোষণা হবে বিজয়ীদের নাম।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status