ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বিনোদন

সেই প্রযোজকের সঙ্গে বৈঠক করলেন শাকিব খান

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ১৭ মার্চ ২০২৩, শুক্রবার, ১১:২০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪২ পূর্বাহ্ন

mzamin

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ, অসদাচরণ, ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার লিখিত অভিযোগ করেছেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্ল্যাহ। এবার অভিযোগ করার দুইদিন না যেতেই বিষয়টি মীমাংসার জন্য বৈঠক হয়েছে শাকিব খান ও রহমত উল্যাহর মধ্যে। সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরুও। ১৬ মার্চ রাজধানীর একটি রেস্তরাঁয় দুজনের মধ্যে সৃষ্ট বিরোধ মীমাংসার জন্য উভয়েই বসেছিলেন বলে জানা গেছে। খোরশেদ আলম খসরু বলেন, সমাধানের লক্ষ্যে আমরা বসেছি। সমাধানের পথে অনেক দূর এগিয়েছি। কাল আবার বসবো। কাল বসলে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সম্প্রতি বিকেলে সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে শাকিব খানের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিতে চুক্তিভঙ্গ, অসদাচরণ, ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার লিখিত অভিযোগ করেন প্রযোজক রহমত উল্ল্যাহ। অভিযোগপত্র অনুযায়ী, ২০১৭ সালে পূর্ব চুক্তি মোতাবেক অভিনেতা শাকিব খান ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার কাজে অস্ট্রেলিয়া যান।

বিজ্ঞাপন
সিনেমার শুটিং চলাকালে শাকিব খান যে ক্ষতিকর কাজগুলো করেছেন সেগুলো এই প্রযোজক অভিযোগে বিস্তারিত উল্লেখ করেছেন এবং এর একটি বিহিত করার লক্ষ্যে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ বরাবর চিঠি পাঠান।

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status