ঢাকা, ২৮ মে ২০২৩, রবিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৪ হিঃ

বিনোদন

বিদিশার রহস্যজনক মৃত্যু সন্দেহের তীর প্রেমিকের দিকে

বিশেষ সংবাদদাতা, কলকাতা
২৭ মে ২০২২, শুক্রবারmzamin

টেলি অভিনেত্রী পল্লবী দে’র মৃত্যুরহস্য ফিকে হতে না হতেই কলকাতার আরেক উঠতি মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার হলো নাগেরবাজারের ফ্ল্যাট থেকে। বিদিশা দে মজুমদার নামের এই মডেল একটি ছবিতেও অভিনয় করেছিলেন। আত্মঘাতী হলেও ঠিক পল্লবীর মতোই বিদিশার পরিবার অভিযোগ এনেছে তার বয়ফ্রেন্ড অনুভব বেড়ার বিরুদ্ধে। সম্পর্কের অবনতি হয়েছিল বিদিশা-অনুভবের। বিদিশার অভিযোগ ছিল, অনুভব অন্য অনেক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। বিদিশার মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট মিলেছে, যাতে লেখা- ওকে ছাড়া বাঁচতে পারবো না। গতকালই বিদিশার দেহের ময়নাতদন্ত হয়েছে। যদিও ফলাফল এখনো জানানো হয়নি। বিদিশার পরিবার অভিযোগ এনেছে যে অনুভব বিদিশাকে হত্যা করে মৃতদেহ ঝুলিয়ে দিয়েছে। বিদিশা আদতে কাঁকিনাড়ার মেয়ে।

বিজ্ঞাপন
এক বন্ধুর সঙ্গে ঘর শেয়ার করে দমদম নাগেরবাজারের রামগড় এর ফ্ল্যাটে থাকতেন। সেখানেই তিনি আত্মঘাতী হন। প্রাণবন্ত মেয়ে বিদিশার এই পরিণতিতে  প্রতিবেশীরা বিমর্ষ। ইদানীং মনোকষ্টে ছিলেন বিদিশা। কিন্তু, ২১ বছরের মেয়েটি আত্মঘাতী হবে তা কেউ ভাবেনি।    

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status