বিনোদন
অবশেষে দেখা হচ্ছে শিমুল- লামিয়ার
স্টাফ রিপোর্টার
২৭ মে ২০২২, শুক্রবার
আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ব্যাপক জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর চতুর্থ সিজন প্রচার হচ্ছে। আগের সিজনগুলোর মতোই এবারের সিজনও সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। এই সিজনে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা শিমুল শর্মা। সঙ্গে আছেন লামিমা লাম। তাদের দু’জনের প্রেম হয়েও যেন হচ্ছে না। শিমুল লামিয়াকে পছন্দ করে, ফোনে কথা হলেও তাদের দেখা হয়ে ওঠেনি। শিমুল তার সঙ্গে দেখা করার জন্য পাগলপ্রায় হয়ে ওঠে। কিন্তু লামিয়া তাতে সায় দেয় না। তবে কী দু’জনের দেখা হবে না? জানা গেছে, অনেক অপেক্ষার পর অবশেষে নতুন পর্বে একসঙ্গে হাজির হতে যাচ্ছেন শিমুল ও লামিয়া। দেখা হওয়ার পর তারা কী করেন তা জানতে হলে দেখতে হবে নাটকটি। এ প্রসঙ্গে শিমুল শর্মা বলেন, এ নাটকের মাধ্যমে প্রতিনিয়ত দর্শকদের ব্যাপক সাড়া মিলছে। এত ভালোবাসা পাবো এটা ভাবনাতে আসেনি। সিজন ফোরের নতুন এই পর্বে দর্শকরা নতুন কিছুই পাবেন। লামিমা লাম বলেন, আসলে দর্শকদের সাড়া পেলে জীবনে আর কী লাগে। এ নাটকের মাধ্যমে দর্শকদের ভালোবাসায় ভাসছি। নাটকটির নতুন পর্বে আমার আর শিমুলের এন্ট্রি হতে যাচ্ছে, যেখানে দর্শকদের জন্য থাকছে দারুণ চমক। অমি পরিচালিত নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সাইদুর রহমান পাভেল, সুমন পাটোয়ারী, শরাফ আহমেদ জীবন, সিফাত শাহরিন, আবদুল্লাহ রানা, মুসাফির সৈয়দ বাচ্চু, মনিরা মিঠু প্রমুখ।