বিনোদন
চলে গেলেন আনোয়ার জাহান নান্টু
স্টাফ রিপোর্টার
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য সংগীত পরিচালক আনোয়ার জাহান নান্টু। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রোববার রাত ৩টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ার জাহান নান্টুর ছেলে নাট্যপরিচালক সাগর জাহান। তিনি জানান, আমার জীবনের সবকিছুর সঙ্গে মিশে আছে বাবা। তিনি আমার পৃথিবী, আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, আমার অস্তিত্ব। রোববার রাত ৩টায় তার বাবা ইন্তেকাল করেছেন। বাদ জোহর মগবাজার বড় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। আনোয়ার জাহান নান্টু দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বিজ্ঞাপন