বিনোদন
অভিষেকই পরিবারের গর্ব
বিনোদন ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
বছরের শুরুর দিন থেকেই ক্রমাগত তুলনার মুখে পড়েছেন অভিষেক বচ্চন। তাও আবার স্বয়ং অমিতাভ বচ্চনের সঙ্গে। সদ্য ৪৭-এ পা দিলেন অভিষেক। ছেলের জন্মদিনে খোলা চিঠি লিখলেন বাবা অমিতাভ বচ্চন। অভিষেকের নিন্দুকদের কড়া জবাব দিয়ে লিখলেন, বচ্চন পরিবারের গর্ব তুমি (অভিষেক)। পেছনে ফিরে তাকালে আমাদের আনন্দ হয়, গর্ব হয় তোমার জন্য। অভিষেকের স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন লেখেন, শুভ জন্মদিনে ভালোবাসা, আজীবন ও সারা জীবনের শুধুই তুমি।