বিনোদন
উচ্ছ্বসিত অনন্যা
বিনোদন ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার.webp)
২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’-সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী অনন্যা পান্ডের। অল্প সময়ের ক্যারিয়ারে কাজ করে ফেলেছেন শকুন বাত্রা, পুরী জগন্নাথের মতো পরিচালকদের সঙ্গে। জোয়া আখতারের সঙ্গে কাজ করেছেন ‘খো গয়ে হম কহা’ ছবিতে। এসব গুণীর সঙ্গে কাজ করে ইতিমধ্যেই নিজের ইচ্ছা পূরণ করেছেন। তবে এখন আরও একটি নতুন ইচ্ছা পূরণের অপেক্ষায় তিনি। ‘লুটেরা’ খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোতয়ানের সঙ্গে পরের ছবিতে কাজ করতে চলেছেন চাঙ্কি-কন্যা। নিখিল দ্বিবেদীর প্রযোজনায় একটি সাইবার-থ্রিলার ছবির পরিচালনার কাজে হাত দিতে চলেছেন বিক্রমাদিত্য। বলিউড ছবি থেকে বেরিয়ে একটু অন্য ঘরানার কাজ করতে ভালোবাসেন এ পরিচালক। পর্দায় মানব মনের বিভিন্ন দিককে ফুটিয়ে তোলার জন্য বলিপাড়ায় নামডাকও আছে তার। স্বীকৃতি পেয়েছেন কান চলচ্চিত্র উৎসবের মতো মঞ্চে। এবার একটি সাইবার থ্রিলার ছবির কাজ করতে চলেছেন তিনি। এই ছবিতে কাজ করবেন অনন্যা পাণ্ডে। বিক্রমাদিত্যের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ইচ্ছা পূরণ হয়েছে তার। যার কারণে উচ্ছ্বসিত বলিউড অভিনেত্রী। অনন্যার মতে, যখন আমি ছবির গল্প শুনি, তখনই আমি এই ছবিতে কাজ করতে চেয়েছি। অভিনয়ের জগতে পা রাখার পর থেকেই বিক্রমাদিত্যের সঙ্গে কাজ করতে চেয়েছি। এতদিনে সেই সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছি।