বিনোদন
৩০০ পর্বে ‘অনলাইন অফলাইন’
স্টাফ রিপোর্টার
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবারতিনশত পর্বের মাইলফলক স্পর্শ করছে মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইন’। প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে নাটকটি। গতকাল প্রচার হয় এর ৩০০তম পর্ব। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, আখম হাসান, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, পাভেল ইসলাম, ইশতিয়াক আহমেদ রুমেল, তানজিকা আমিন, সালহা খানম নাদিয়া প্রমুখ।