বিনোদন
বিয়ের পিঁড়িতে বরুণ
বিনোদন ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তেলেগু সিনেমার নায়ক বরুণ তেজ। তার বাবা নাগা বাবু (নাগেন্দ্র) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুব শিগগির বরুণ তেজের বিয়ে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা বরুণ নিজেই দেবেন। তবে বরুণের হবু স্ত্রী কে সে বিষয়ে কোনো তথ্য জানাননি। তার ভাষায়, কনের বিষয়ে আমি কিছু বলতে পারবো না। সবকিছুই বরুণ নিজে বলবে।