ঢাকা, ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৮ শাবান ১৪৪৪ হিঃ

বিশ্বজমিন

ইসরাইল-ফিলিস্তিন সহিংসতার মধ্যে ব্লিনকেনের শান্তি মিশন

মানবজমিন ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, মঙ্গলবারmzamin

ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যে সম্প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। একের পর এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করছে ইসরাইল। আবার তাদের সিনাগগে হামলায় নিহত হয়েছে ৭ জন। তবে এই হামলায় ফিলিস্তিনিরা জড়িত বলে দাবি করা হয়। একের পর এক যখন দখলীকৃত পশ্চিমতীরের জেনিন শরণার্থী ক্যাম্পে লাশ ফেলছে ইসরাইল, তখন দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনের লক্ষ্যে তিন দিনের মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি প্রথমেই পৌঁছেন মিশরে। সোমবার তার পৌঁছার কথা জেরুজালেমে। সেখানে সাক্ষাৎ করার কথা ইসরাইলের কট্টরপন্থি প্রধানমন্ত্রী  বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। এরপর মঙ্গলবার তার আলোচনার কথা রয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। 
ইসরাইলে নতুন ডানপন্থি সরকারের সঙ্গে সাক্ষাৎ করতে অনেক আগেই সফরের পরিকল্পনা করেছিলেন ব্লিনকেন।

বিজ্ঞাপন
কিন্তু কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ কিছু নৃশংসতার পর তিনি জরুরিভিত্তিতে এই সফরে এসেছেন। উল্লেখ্য, কয়েক দশকের মধ্যে পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরে প্রাণহানিকর ভয়াবহ এক অভিযান চালায় ইসরাইলি সেনাবাহিনী।

 এতে নিহত হন কমপক্ষে ১০ ফিলিস্তিনি। ইসরাইলের দাবি, তারা ইসলামিক জিহাদি জঙ্গিদের টার্গেট করেছে। পরে রকেট নিক্ষেপের জবাব দিতে তারা হামাস শাসিত গাজা উপত্যকায় হামলা চালায়। শুক্রবার পূর্ব জেরুজালেমে একটি সিনাগগের বাইরে ফিলিস্তিনি এক অস্ত্রধারী হত্যা করেছে সাত ব্যক্তিকে। শনিবার আরও একদফা হামলা হয়েছে। এসব নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, উত্তেজনা প্রশমনে বৃহত্তর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাবেন ব্লিনকেন। তিনি এরই মধ্যে সিনাগগে ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছেন। সৌদি আরবের রাষ্ট্র মালিকানাধীন সংবাদ মাধ্যম আল আরাবিয়ার সঙ্গে রোববার সাক্ষাৎকার দিয়েছেন ব্লিনকেন। এতেও তিনি শান্তি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করবেন বলে জানান। ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যে সর্বশেষ সহিংসতা বৃদ্ধি পাওয়ার পর সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি রোববার টেলিফোনে কথা বলেছেন নেতানিয়াহুর সঙ্গে। বলেছেন, তিনি সহিংসতা ছড়িয়ে পড়া বন্ধের আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহু যেসব পদক্ষেপ নিয়েছেন তা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া উভয় পক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরু করতে নিজের প্রস্তুতির কথা জানান ম্যাক্রন।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status