বিনোদন
বিচ্ছেদ গুঞ্জনের ইতি
স্টাফ রিপোর্টার
২২ মে ২০২২, রবিবার
চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার দ্বিতীয় সংসারও ভাঙতে যাচ্ছে। এ ধরনের খবর চাউর হয়েছে সম্প্রতি। গুঞ্জনের সূত্রপাত হয়েছে মাহির একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে। তিনি লিখেছিলেন প্রিয় মানুষটা, তুমি বরং সুখেই থাকো। কাছে না হয় বহু দূরে। তারপর থেকে নেটিজেনরা ধরে নিয়েছেন, সংসার ভাঙছে ঢালিউডের জনপ্রিয় এই নায়িকার। যদিও বিষয়টি নিয়ে মাহি মুখ খোলেননি। তবে তার স্বামী রাকিব সরকার দুজনের একটি ছবি ফেসবুকে প্রকাশ করে বাড়তে থাকা গুঞ্জনের
ইতি টানলেন। ছবিতে দেখা যায়, কালো পাঞ্জাবি পরেছেন রাকিব।
বিজ্ঞাপন
পাঠকের মতামত
This is the regular news of this areana.