বিনোদন
হলি আর্টিজান হামলা নিয়ে সিনেমা ‘ফারাজ’, মুক্তিতে আপত্তি অবিন্তার মায়ের
স্টাফ রিপোর্টার
(৪ মাস আগে) ২০ জানুয়ারি ২০২৩, শুক্রবার, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা নিয়ে বলিউডে ‘ফারাজ’ নামে যে সিনেমাটি তৈরি হয়েছে, তা ভুল গল্পের উপর ভিত্তি করে নির্মিত বলে দাবি করেছেন সেদিনের ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ। ফারাজ’র ট্রেইলার প্রকাশের তিন দিন পর গতকাল সংবাদ সম্মেলনে এসে এই দাবি করেন তিনি। সিনেমাটির নির্মাতারা সেই ঘটনায় নিহত হিসেবে অবিন্তার পরিবারের কারও সঙ্গে কোনো যোগাযোগ করেননি বলে তিনিঅভিযোগ করেন। ভারতে সিনেমাটির মুক্তি বন্ধ করতে আইনি লড়াই চালাচ্ছেন বলেও জানান তিনি। ঢাকার শাহজাদপুরে অবিন্তা কবির ফাউন্ডেশনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় যে ২২ জন নিহত হয়েছিলেন, তাদের একজন অবিন্তা। যুক্তরাষ্ট্রের এমোরি ইউনিভার্সিটির শিক্ষার্থী অবিন্তা একই বিশ্ববিদ্যালয়ে তার স্বদেশী সহপাঠি ফারাজ আইয়াজ হোসেন এবং তাদের ভারতীয় বন্ধু তারিশি জৈনের সঙ্গে ক্যাফেটিতে গিয়েছিলেন। কমান্ডো অভিযানে রেস্তোরাঁটি জঙ্গিমুক্ত করার পর তাদের লাশ পাওয়া যায়। সেই ঘটনা নিয়ে বলিউডে ‘ফারাজ’ সিনেমা নির্মাণ করেছেন হানসাল মেহতা। আগামী ৩ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে।