ঢাকা, ৬ মে ২০২৪, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

১২টায় বন্ধ হলো মেট্রোরেলের চলাচল, উঠতে না পেরে যাত্রীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ২৯ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার, ১২:৪৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২৭ পূর্বাহ্ন

mzamin

রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেলে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় প্রথম ট্রেনটি উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে ছেড়ে আসে। এরইমধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও  কয়েকবার ট্রেন যাওয়া-আসা করলেও সিডিউল অনুযায়ী দুপুর ১২টা বাজতেই ট্রেন চলাচল বন্ধ করে দেন কর্তৃপক্ষ। গেট বন্ধ করে দেয়ার পর লাইনে দাঁড়ানো যাত্রীরা গেট খুলে দেয়ার জন্য বিক্ষোভ করেন । দীর্ঘ লাইনের শেষ দিকের দাঁড়িয়ে থাকা অনেকে ফিরে যান।
এদিকে স্টেশনের সামনে রয়েছে পুলিশ মোতায়েন। পুলিশ সদস্যদের সঙ্গে রয়েছেন আনসার সদস্যরাও।

এর আগে ভোর থেকেই মেট্রোরেলের রাজধানীর আগারগাঁও স্টেশনে ভিড় জমিয়েছেন যাত্রীরা। দেখা গেছে, মেট্রোরেলের আগারগাঁও স্টেশন থেকে পাসপোর্ট অফিস পর্যন্ত ফুটপাতে গড়িয়েছে যাত্রীদের দীর্ঘ লাইন। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রথমদিনেই মেট্রোরেলে ওঠার জন্য তারা আগারগাঁও স্টেশনে এসেছেন। বেশিরভাগ যাত্রী পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে প্রথম দিনেই মেট্রো ট্রেনে চড়ে তাদের স্বপ্ন পূরণ করতে চান। ট্রেন ছুটে আসলেই লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা সেলফি তুলেছেন।

বিজ্ঞাপন
স্টেশন বন্ধ করার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা গেটের সামনে জড়ো হয়ে গেট খোলার স্লোগান দিচ্ছেন। এদিকে দিয়াবাড়ি থেকে ট্রেন ছুটে আসলে তাদের হাত দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন রাস্তায় থাকা উৎসুক জনতা। এখনও বাড়ছে দর্শনার্থী ও যাত্রীদের ভিড়। স্টেশনের মেইনগেট আটকানো সেখান মানুষের জটলা দেখা গিয়েছে।

শিক্ষার্থী রুম্পা বলেন, আমি লালবাগ থেকে এসেছি সকাল ৮টায়। এখন গেট বন্ধ করে দিয়েছে। এতক্ষণ দাঁড়িয়ে থেকে কোন লাভ হলো না। 
সবুজ বলেন, অনেক আশা নিয়ে এসেছিলাম প্রথম দিন ট্রেনে উঠতে। কিন্তু বন্ধ করে দিয়েছে। আমার আজ ট্রেনে উঠতে না দিক স্টেশনের ভিতরে তো দেখাতে পারে। 

দিবা বলেন, এসেছিলাম ট্রেনে উঠতে কিন্তু আজ উঠতে পারলাম না। উঠতে পারলে হয়তো ভালো লাগতো।
কাওসার বলেন, এত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থেকে কোন লাভ হয়নি। এখন আবার ফিরে যেত হবে সাভার।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status