অর্থ-বাণিজ্য
রিটার্ন দাখিলের সময় ফের বাড়ালো এনবিআর
অর্থনৈতিক রিপোর্টার
(৩ মাস আগে) ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২০ পূর্বাহ্ন

আয়কর রিটার্ন জমা দেয়ার সময় আরও এক দিন বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সময় অনুযায়ী ১লা জানুয়ারী পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ৩০ ও ৩১শে ডিসেম্বর ছুটির দিন হওয়ায় আরও একদিন বাড়িয়ে ১লা জানুয়ারী পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
এর আগে করদাতাদের সেবা গ্রহণ ও রিটার্ন দাখিলের সুবিধার্থে গত ১লা নভেম্বর থেকে শুরু হয় করসেবা মাস। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল (৩০শে নভেম্বর)। এর পর ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের প্রেক্ষিতে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।