বিনোদন
সুখবর দিলেন মিথিলা
স্টাফ রিপোর্টার
৮ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার.webp)
রাফিয়াথ রশিদ মিথিলা দেশের গণ্ডি পেরিয়ে এখন সিনেমা করছেন ভারতীয় বাংলা সিনেমায়। আর তার শুরুটা হয়েছিল ‘মায়া’ সিনেমায় কাজের মাধ্যমে। কিন্তু নানা জটিলতায় বহুদিন পোস্ট-প্রোডাকশনের অন্ধকার থেকে আলোর মুখ দেখতে যাচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মিত ‘মায়া’ সিনেমাটি। সম্প্রতি অভিনেত্রী মিথিলা তার নিজস্ব ইনস্ট্রাগ্রামে ভিডিও পোস্ট করার মাধ্যমে সুখবরটি জানান। ২০২৩ সালে সিনেমাটি মুক্তি পাবে বলেও জানান তিনি। তবে, ৯ই ডিসেম্বর থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে ৫ম তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব। তিন দিনের এ উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শিত হবে তার অভিনীত ‘মায়া’ সিনেমাটি। চলচ্চিত্রটির নির্মাতা রাজর্ষি দে। উৎসবে অংশগ্রহণ উপলক্ষে অভিনেত্রী বলেন, এ উৎসবে অংশ নিতে আমি হায়দরাবাদ যাচ্ছি। সঙ্গে থাকছে আমার ছবি ‘মায়া’।
মন্তব্য করুন
বিনোদন থেকে আরও পড়ুন
বিনোদন সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]