বিনোদন
‘দৌড়’ দিয়ে আলোচনায় মোশাররফ
স্টাফ রিপোর্টার
১৭ মে ২০২২, মঙ্গলবার
ঈদে হইচই মুক্তি দিয়েছে মোশাররফ করিম অভিনীত ওয়েব সিরিজ ‘দৌড়’। প্রথম সাতদিনে এটি পূর্বের সকল স্ট্রিমিং রেকর্ড ভেঙে দিয়েছে। ‘দৌড়’ হইচই বাংলাদেশের মুক্তি পাওয়া সিরিজগুলোর মধ্যে প্রথম সাতদিনে সবচেয়ে বেশিসংখ্যক বার স্ট্রিমিং করা সিরিজ। ‘দৌড়’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছেন মোশাররফ করিম। তিনি বলেন, ঈদ আমাদের কাছে সব সময়ই স্পেশাল আর এবার হইচই ‘দৌড়’র রেকর্ড সংখ্যক ভিউ এই উৎসবের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে। এর সঙ্গে জড়িত সবার সহযোগিতাই এর সাফল্যের নেপথ্য কারণ। আমি সিরিজের পরিচালক রায়হান খান, দৌড়ের পুরো টিম আর হইচই এর কাছে কৃতজ্ঞ। দর্শকদের কাছে আমি চিরকৃতজ্ঞ। দৌড়ের প্রতি তাদের ভালোবাসাতেই এই সাফল্য এসেছে। বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান বলেন, পছন্দমতো একটা চরিত্র পাওয়াটা আসলে বেশ কঠিন।