ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

‘দৌড়’ দিয়ে আলোচনায় মোশাররফ

স্টাফ রিপোর্টার
১৭ মে ২০২২, মঙ্গলবার
mzamin

ঈদে হইচই মুক্তি দিয়েছে মোশাররফ করিম অভিনীত ওয়েব সিরিজ ‘দৌড়’। প্রথম সাতদিনে এটি পূর্বের সকল স্ট্রিমিং রেকর্ড ভেঙে দিয়েছে। ‘দৌড়’ হইচই বাংলাদেশের মুক্তি পাওয়া সিরিজগুলোর মধ্যে প্রথম সাতদিনে সবচেয়ে বেশিসংখ্যক বার স্ট্রিমিং করা সিরিজ। ‘দৌড়’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছেন মোশাররফ করিম। তিনি বলেন, ঈদ আমাদের কাছে সব সময়ই স্পেশাল আর এবার হইচই ‘দৌড়’র রেকর্ড সংখ্যক ভিউ এই উৎসবের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে। এর সঙ্গে জড়িত সবার সহযোগিতাই এর সাফল্যের নেপথ্য কারণ। আমি সিরিজের পরিচালক রায়হান খান, দৌড়ের পুরো টিম আর হইচই এর কাছে কৃতজ্ঞ। দর্শকদের কাছে আমি চিরকৃতজ্ঞ। দৌড়ের প্রতি তাদের ভালোবাসাতেই এই সাফল্য এসেছে। বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান বলেন, পছন্দমতো একটা চরিত্র পাওয়াটা আসলে বেশ কঠিন। ভালো একটা চরিত্রে কাজ করতে পারলে নিজের ভেতর থেকেই একটা আলাদা তাগিদ জন্মায়, এর পাশাপাশি যখন অন্য সবাই সেই কাজ নিয়ে আন্তরিক থাকে তখন কাজটার প্রতি একটা আলাদা মমতা জন্মায়। দৌড় সিরিজটি সফল হয়েছে। প্রচণ্ড একটা ভালো লাগা কাজ করছে। দৌড় সিরিজে যারা জড়িত ছিলেন, তাদের সবার জন্য আন্তরিক শুভকামনা। দৌড় সিরিজে রুহুল আমিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো সিরিজে অভিনয় করেছেন বাস্তব জীবনে তার সহধর্মিণী রোবেনা রেজা জুঁই। রায়হান খানের পরিচালনায় এই সিরিজে আরও অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান ও ইন্তেখাব দিনার। এছাড়া চারজন চোরের চরিত্রে আছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, স্বগত এবং উজ্জ্বল মাহমুদ।

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status