বিনোদন
ফিরছেন বিন্দু
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ২ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৪৬ অপরাহ্ন

লাক্স তারকা বিন্দু অভিনয়ে নেই দীর্ঘ দিন ধরে। এবার আট বছর পর চলচিত্র জীবনে ফিরছেন আফসানা আরা বিন্দু। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয়ে দেখা যাবে তাকে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই ও চরকি। বিন্দু 'দারুচিনি দ্বীপ', 'জাগো', 'পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ' ও 'এই তো প্রেম' সিনেমায় অভিনয় করেছেন। ২০১৪ সালে বিয়ের পর অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছেন এই অভিনেত্রী।