বিনোদন
তারকার চোখে বিশ্বকাপ
নেইমারের খেলায় তারুণ্য ও ছন্দ ফুটে ওঠে- অরুণা বিশ্বাস
স্টাফ রিপোর্টার
২৮ নভেম্বর ২০২২, সোমবার
আমার প্রিয় দল ব্রাজিল। এবারের বিশ্বকাপেও এ দলটিকে প্রাণভরে সমর্থন করছি। ব্রাজিলের খেলায় অন্যরকম একটা ছন্দ রয়েছে, যেটা অন্য দলে কম। বিশেষ করে নেইমার ব্রাজিলের অসাধারণ একজন খেলোয়াড়। অতীতে যেসব খেলোয়াড় তাদের খেলার মধ্য দিয়ে ইতিহাসের খাতায় উজ্জ্বল হয়ে রয়েছেন তাদেরই উত্তরসূরি নেইমার। তারুণ্য ও ছন্দ ফুটে ওঠে। এইবার বিশ্বকাপকে ঘিরে আমার অনেক প্ল্যান ছিল। কিন্তু একটু ছন্দপতন হচ্ছে। কারণ সরকারি অনুদানে নির্মিত আমার পরিচালিত সিনেমা মুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছি। সেটা নিয়ে একটু দৌড়াদৌড়ির মধ্যে আছি।
বিজ্ঞাপন