বিনোদন
শুটিংয়ে আহত আরজু-শিলা
স্টাফ রিপোর্টার
২৮ নভেম্বর ২০২২, সোমবার
ড. মাহফুজুর রহমানের পরিকল্পনায় নির্মিত হচ্ছে ‘ভালোবাসি তোমায়’। এতে জুটি বেঁধে অভিনয় করবেন কায়েস আরজু ও শিরিন শিলা। রাজধানীর তিনশ’ ফিটে এর দৃশ্যধারণ করা হচ্ছে। সেখানেই শুটিংয়ে আহত হন আরজু ও শিরিন শিলা। জানা যায়, গানের দৃশ্যের শুটিং করতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান আরজু ও শিরিন শিলা। শিরিনের পায়ের গোড়ালিতে চোট লাগে। শুটিং বন্ধ করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আরজুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।