ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

বন্ধুর জোরাজুরিতে লটারি কিনে দেড় কোটি টাকা জয়!

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২৫ নভেম্বর ২০২২, শুক্রবার, ৫:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৯ পূর্বাহ্ন

mzamin

বন্ধুর চাপে পড়ে লটারি কিনে তাতে দেড় লাখ ডলার জিতলেন এক মার্কিন নাগরিক। বাংলাদেশি টাকার হিসেবে তিনি প্রায় দেড় কোটি টাকা জিতেছেন। ড্যানি জনসন নামের ওই লটারি জয়ী জানান, তিনি কখনো লটারি কিনেননি। তবে এবার বন্ধুর চাপাচাপিতে লটারি কিনতে রাজি হয়ে যান তিনি। আর এতেই কপাল খুলে গেলো তার। এ খবর দিয়েছে এনডিটিভি।

জনসন এতদিন বিশ্বাস করতেন, লটারি কেনা হচ্ছে সময় ও অর্থের অপচয়। কিন্তু শেষ পর্যন্ত তিনিই এক লাখ ৫০ হাজার ডলার জিতেছেন লটারিতে। তার এক বন্ধুই তাকে জোর করেন এই লটারিটি কিনতে। বন্ধুর শত অনুরোধের পর ভার্জিনিয়ার এই বাসিন্দা শেষ পর্যন্ত লটারিটি কিনতে রাজি হন। 

ভার্জিনিয়ার লটারি কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, ড্যানি জনসন হচ্ছে সে ধরণের মানুষ যারা লটারি কেনাকে সময় ও অর্থের অপচয় মনে করেন। তিনি হয়ত জীবনেও আর এ কথা বলবেন না।

বিজ্ঞাপন
জনসন জানান, তিনি লটারি এজেন্সির ওয়েবসাইট থেকে গত ৫ই নভেম্বর লটারিটি কিনেন। আমি এমনকি জানতামই না আমি কি পরিমাণ অর্থ জিতেছি কারণ আমি এর আগে কখনও এভাবে বাজি লাগিনি। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, এই অর্থ দিয়ে তিনি কি করবেন তা সম্পর্কে তার কোনো ধারণা নেই। খুব সম্ভবত তিনি তার বন্ধুকে বড় কোনো উপহার দিতে চলেছেন।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status