বিশ্বজমিন
চীনে কোভিডের রেকর্ড সংক্রমণ
মানবজমিন ডেস্ক
(১০ মাস আগে) ২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার, ৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:১৬ অপরাহ্ন

কোভিড নির্মূলে প্রথম থেকেই বিশ্বের সবথেকে বেশি কড়াকড়ি দেখা গেছে চীনে। তবে এখন তার সবকিছুকেই অর্থহীন মনে হচ্ছে। দেশটিতে বুধবার রেকর্ড সংখ্যক কোভিড সংক্রমণ শনাক্ত হয়েছে। রাজধানী বেইজিংসহ দেশের প্রধান শহরগুলোতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। একদিনে ২৮ হাজার মানুষ সংক্রমণের যে রেকর্ড এতদিন ছিল তা ভেঙে গেছে। বুধবার দেশটিতে ৩১ হাজার ৫২৭ জনের কোভিড শনাক্ত হয়।
বিবিসির খবরে জানানো হয়েছে ১৪০ কোটি মানুষের দেশের জন্য এ সংখ্যা এখনও গুরুতর কিছু নয়। কোভিড মহামারী শুরু হওয়ার পর থেকে আনুষ্ঠানিকভাবে মাত্র পাঁচ হাজারের সামান্য বেশি মানুষ মারা গেছে দেশটিতে। চীনে প্রতি মিলিয়নে তিন জনের কোভিডে মৃত্যু হয়েছে। অথচ যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এ হার মিলিয়নে তিন হাজার। বৃটেনেও প্রতি এক মিলিয়নে ২ হাজার ৪০০ জনের কোভিডে মৃত্যু হয়েছে।
কোভিড থেকে নাগরিকদের রক্ষায় সবথেকে বেশি কার্যকর ভূমিকা রেখেছে চীনের জিরো কোভিড নীতি।
বেইজিং এর পাশাপাশি মধ্যবর্তী শহর ঝেংঝুতেও জারি করা হয়েছে লকডাউন। এতে ৬০ লাখের বেশি বাসিন্দা গৃহবন্দী হয়ে পড়েছেন। গত সপ্তাহে কোভিড কড়াকড়ির কারণে দেরি হওয়ায় এক শিশুর মৃত্যু হয় শহরটিতে। এসব নিয়ে বিরক্ত হয়ে উঠছেন চীনের মানুষজন। সম্প্রতি বিরল বিক্ষোভও দেখা গেছে দেশটিতে।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
পিটার হাসের নিরাপত্তা উদ্বেগ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়/ কূটনীতিকদের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, প্রয়োজনে আরো নিষেধাজ্ঞা
ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার/ আমরা চাই বাংলাদেশে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]