ঢাকা, ২৮ মে ২০২৩, রবিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৪ হিঃ

বিশ্বজমিন

শ্রীলঙ্কার ডেইলি মিররের রিপোর্ট

শ্রীলঙ্কার রাজনৈতিক সংকটে ব্যাহত বাংলাদেশের পোশাক রপ্তানি

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১৪ মে ২০২২, শনিবার, ১০:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৭ অপরাহ্ন

mzamin

শ্রীলঙ্কার রাজনৈতিক সংকটের প্রভাব পড়ছে সমগ্র দক্ষিণ এশিয়াজুড়েই। তবে বাংলাদেশ এ সংকট একটু বেশিই টের পাচ্ছে। শ্রীলঙ্কায় ধর্মঘট ডেকেছে দুই হাজারের বেশি ট্রেড ইউনিয়ন। আর এতে ব্যাহত হচ্ছে বাংলাদেশের রপ্তানি। বিষয়টি অপ্রত্যাশিত হলেও, শ্রীলঙ্কার চলমান রাজনৈতিক সংকটের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প। ধর্মঘটের কারণে কলোম্বো বন্দরে আটকে আছে অনেকগুলো কার্গো জাহাজ। আর এ কারণেই বাংলাদেশ পোশাক রপ্তানি করতে পারছে না। 

এ নিয়ে বাংলাদেশের পোশাক উৎপাদনকারীরা বেশ উদ্বেগের মধ্যে রয়েছেন। যথাসময়ে রপ্তানিতে ব্যর্থ হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। জানা গেছে, অন্তত ১০টি জাহাজ যা বাংলাদেশের রপ্তানির সঙ্গে সম্পর্কিত, তা কলোম্বোতে আটকে আছে। কলোম্বো বন্দর পর্যন্ত জাহাজ যেতে পারলেও তা মাদার ভেসেলের সঙ্গে যুক্ত হতে পারছে না।

বিজ্ঞাপন
এতে করেই পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বন্দরগুলোতে যায় বাংলাদেশি পণ্য। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপে পোশাক রপ্তানি করতে ৪০ শতাংশ জাহাজই কলোম্বো হয়ে যায়। এখন শ্রীলঙ্কার রাজনৈতিক সংকটের কারণে বাংলাদেশের এই রপ্তানি ব্যহত হচ্ছে। 

বিষয়টি নিয়ে বিদেশী ক্রেতাদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। পাশাপাশি কীভাবে শ্রীলঙ্কার চলমান সংকটকে পাশ কাটিয়ে বাংলাদেশের রপ্তানি অব্যাহত রাখা যায় সে সমাধানও খোঁজা হচ্ছে। প্রাথমিকভাবে কলোম্বো বন্দর এড়িয়ে বিকল্প রুট দিয়ে উত্তর আমেরিকার বন্দরগুলোতে রপ্তানি চালু রাখার পরিকল্পনা করা হচ্ছে। চীন ও সিঙ্গাপুরের বন্দরগুলোকে বিকল্প হিসেবে দেখছে বাংলাদেশ।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status